শেফিল্ড শিল্ডে গত মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে কুইন্সল্যান্ড। এ ম্যাচ খেলার মতো ফিটনেস নেই বলে নিজের রাজ্য দল কুইন্সল্যান্ডকে জানিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের ওপেনার উসমান খাজা। কিন্তু না খেললেও খাজাকে দেখা গেছে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁতে দেখতে। রাজ্য দলের ম্যাচ না খেলে খাজার ফর্মুলা ওয়ান দেখতে যাওয়া বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুনফাফ ডু প্লেসিকে অধিনায়ক করল নামিবিয়া, তবে…১ ঘণ্টা আগে

ফিটনেস সমস্যার কারণ হিসেবে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকার কথা জানিয়েছিলেন খাজা। কিন্তু কুইন্সল্যান্ড দলের জেনারেল ম্যানেজার জো ডস বলেন, খাজার ওপর তিনি ‘হতাশ’ হয়েছেন এবং দলের মেডিকেল স্টাফদের বিশ্বাস, গত সপ্তাহে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র ম্যাচটি খেলার মতো ফিট ছিলেন খাজা।

৩৮ বছর বয়সী খাজা চলতি বছরের শেষ দিকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, কুইন্সল্যান্ডের টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের সঙ্গে ঝামেলার কারণে খাজা ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। ফাইনালে সাউথ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কুইন্সল্যান্ড।

কুইন্সল্যান্ডের জেনারেল ম্যানেজার ডস বলেছেন, ‘আমাদের মেডিকেল স্টাফ সব সময়ই বলে এসেছে, সে খেলার মতো অবস্থায় আছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার স্টাফদের কাছ থেকেও একই কথা শুনেছি। যত দূর জানি, তার হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা নেই।’

আরও পড়ুনঅবশেষে সাকিবের মুক্তি৮ ঘণ্টা আগে

ডস এরপর আরও বলেছেন, ‘মেডিকেল স্টাফদের ওপর আমি খেপেছি। তার সর্বশেষ ম্যাচ না খেলার কোনো কারণই ছিল না। সুযোগ থাকা সত্ত্বেও তার কুইন্সল্যান্ডের হয়ে ম্যাচ না খেলার বিষয়টি হতাশার। আমার এখানে বেশ কয়েকজন আছে, যারা সবাই খেলতে চায়। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে সে না খেলায় আমরা সবাই হতাশ।’ ডস যোগ করেন, ‘আশা করি, আগামী সপ্তাহের (শেফিল্ড শিল্ড ফাইনাল) ম্যাচটি খেলার বিষয়ে সে সিদ্ধান্ত নেবে এবং আমরাও শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

তবে অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে আর খেলবেন না—তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় ‘মনঃক্ষুণ্ন’ হয়েছেন খাজা। যদিও দুই সপ্তাহ আগে তাসমানিয়ার বিপক্ষে খেলে দলকে ফাইনালে ওঠাতে সাহায্য করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এ বিষয়ে খাজা ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি টাইমস।

গত রোববার মেলবোর্ন পার্কে খাজার ফর্মুলা ওয়ান দেখতে যাওয়াকে কুইন্সল্যান্ডের অনেকেই ভালোভাবে নেননি। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ও কুইন্সল্যান্ডের পরিচালক ইয়ান হিলি তাদের একজন। এসইএন রেডিওকে হিলি বলেছেন, ‘উসমান খাজা শেফিল্ড শিল্ডে শেষ রাউন্ড না খেলায় বোর্ডের স্তম্ভিত হওয়া উচিত। ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলছি, আপনাদের চুক্তিবদ্ধ খেলোয়াড় আপনাদেরই দীর্ঘদিনের প্রতিযোগিতায় খেলছেন না। আমাদের ক্রিকেট নৈতিকতা, দক্ষতা ও টিকচিহ্নের ওপর নির্মাণ করা উচিত—অনুপস্থিতি দিয়ে নয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ