মাদক সেবনের টাকা না দেওয়ায় নোবিপ্রবি শিক্ষার্থীকে মারধর
Published: 22nd, March 2025 GMT
মাদক সেবনের টাকা না দেওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তাফহিমুল আদিব বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত মো. রিয়াজ নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (২১ মার্চ) নোয়াখালীতে সোনাপুরে বাসায় ফেরার পথে এ মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী তাফহিমুল আদিব নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ করেছেন।
আরো পড়ুন:
নোবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ
নোবিপ্রবিতে ২০ মার্চ থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে হল
অভিযোগে ভুক্তভোগী বলেন, “একাডেমিক কেয়ার থেকে সোনাপুর বাসায় ফেরার পথে আসামী আমাকে ডেকে মাদক সেবনের জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে এলোপাথাড়ি মারধর শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র প্রদর্শন করে আমার পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ও বিকাশ থেকে মোট তিন ধাপে ৬ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।
ভুক্তভোগী আরো বলেন, “আমার সঙ্গে থাকা সব টাকা উত্তোলন করে নিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ছিনতাইকারী। পরক্ষণে আমার পরিচিত বড় ভাইকে নিয়ে তার সঙ্গে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। কিন্তু সে মামলার সাক্ষীদেরও এলোপাথাড়ি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। সে আমাকে এবং সাক্ষীদেরকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, “আমি সুধারাম থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি, উনারা ব্যবস্থা নিবেন। আর ভুক্তভোগী শিক্ষার্থীকে আমরা সবরকম সহযোগিতা করব।”
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল বলেন, “আমি অভিযোগটা পেয়েছি। অভিযোগের বিষয়ে আমাদের একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব ম রধর
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা