মাদক সেবনের টাকা না দেওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী তাফহিমুল আদিব বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত মো. রিয়াজ নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২১ মার্চ) নোয়াখালীতে সোনাপুরে বাসায় ফেরার পথে এ মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী তাফহিমুল আদিব নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ করেছেন।

আরো পড়ুন:

নোবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ

নোবিপ্রবিতে ২০ মার্চ থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে হল

অভিযোগে ভুক্তভোগী বলেন, “একাডেমিক কেয়ার থেকে সোনাপুর বাসায় ফেরার পথে আসামী আমাকে ডেকে মাদক সেবনের জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে এলোপাথাড়ি মারধর শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র প্রদর্শন করে আমার পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ও বিকাশ থেকে মোট তিন ধাপে ৬ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।

ভুক্তভোগী আরো বলেন, “আমার সঙ্গে থাকা সব টাকা উত্তোলন করে নিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ছিনতাইকারী। পরক্ষণে আমার পরিচিত বড় ভাইকে নিয়ে তার সঙ্গে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। কিন্তু সে মামলার সাক্ষীদেরও এলোপাথাড়ি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। সে আমাকে এবং সাক্ষীদেরকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, “আমি সুধারাম থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি, উনারা ব্যবস্থা নিবেন। আর ভুক্তভোগী শিক্ষার্থীকে আমরা সবরকম সহযোগিতা করব।”

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল বলেন, “আমি অভিযোগটা পেয়েছি। অভিযোগের বিষয়ে আমাদের একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব ম রধর

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ