ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে গতকাল। বৃষ্টির কারণে গরম কিছুটা কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম থেকে এমন স্বস্তি আজ রোববার পর্যন্ত চলতে পারে। আগামীকাল সোমবার থেকে আকাশ আবার পরিষ্কার হবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ঢাকা ও খুলনার কিছু কিছু জায়গায় গতকাল বৃষ্টি হয়েছে। আজ রোববার দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বগুড়ায়।

এ ছাড়া রাজশাহীতে ৭, চুয়াডাঙ্গা ও তাড়াশে ৪, ঈশ্বরদী ও বগুড়ায় ২ এবং টাঙ্গাইলে ১ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। সোমবার বৃষ্টি কমে যাবে। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের দিকে স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবার বাড়বে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ