উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ইতালির মুখোমুখি হচ্ছে জার্মানি। প্রথম লেগে ইতালির মাঠ থেকে ২-১ ব্যবধানে জিতে আসায় বেশ ফুরফুরে থাকার কথা জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের। তবে এই ৩৭ বছর বয়সী কোচ আজ রাতের মহারণের আগে সংবাদ সম্মেলনেও বেশ সতর্ক।

নাগেলসম্যানের স্পষ্ট কথা। আমি এমন কিছুই বলব না যাতে প্রতিপক্ষ কোচ লিসিয়ানো স্পালেত্তি কোন বাড়তি সুবিধা পান। এই জার্মানের স্পষ্ট জানালেন নিজেদের ইতিহাস নিজেরাই লিখবেন, তাই ২০০৬ সালের বিশ্বকাপ সেমি ফাইনালের ইতিহাস মনে করতে চাইছেন না।

ঘরের মাঠ সান সিরোতে ইতালি প্রথম লেগে জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বসে। আজ রাতে আজ্জুরিদের খেলতে হবে জার্মান্দের ডেরায়। স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকার কথা স্পালেত্তির দলের। তবে ম্যাচটা যে সিগনাল ইদুনা পার্কে। এই মাঠেই ২০০৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে, স্বাগতিক জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠে যায় ইতালি।

আরো পড়ুন:

হালান্ডকে টপকে রেকর্ডের পাতায় কেইন

জার্মান দলে চমক ৩২ বছরের ওতের্গা

সেই স্মৃতি ফিরে আসতেই নাগেলসম্যান বলেন, “আমার ২০০৬ সালের ব্যাপরটা মনে আছে। জার্মানি জিততে পারেনি এই ব্যাপারটা আমাকে এখনও পোড়ায়। কিন্তু বর্তমান নিয়ে কথা বলা বেশি গুরুত্বপূর্ণ, অতীত সম্পর্কে নয়। আমরা আমাদের নিজস্ব ইতিহাস লিখতে চাই। আমি ইতালিকে নিয়ে মোটেই শঙ্কিত নই। আমাদের আগামীদিনের (আজ) জন রাস্তা (ম্যচ জয়ের) আছে। আশা করি আমরা ম্যাচটি জিতব।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ র ম ন ফ টবল ফ ইন ল

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ