উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ইতালির মুখোমুখি হচ্ছে জার্মানি। প্রথম লেগে ইতালির মাঠ থেকে ২-১ ব্যবধানে জিতে আসায় বেশ ফুরফুরে থাকার কথা জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের। তবে এই ৩৭ বছর বয়সী কোচ আজ রাতের মহারণের আগে সংবাদ সম্মেলনেও বেশ সতর্ক।

নাগেলসম্যানের স্পষ্ট কথা। আমি এমন কিছুই বলব না যাতে প্রতিপক্ষ কোচ লিসিয়ানো স্পালেত্তি কোন বাড়তি সুবিধা পান। এই জার্মানের স্পষ্ট জানালেন নিজেদের ইতিহাস নিজেরাই লিখবেন, তাই ২০০৬ সালের বিশ্বকাপ সেমি ফাইনালের ইতিহাস মনে করতে চাইছেন না।

ঘরের মাঠ সান সিরোতে ইতালি প্রথম লেগে জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বসে। আজ রাতে আজ্জুরিদের খেলতে হবে জার্মান্দের ডেরায়। স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকার কথা স্পালেত্তির দলের। তবে ম্যাচটা যে সিগনাল ইদুনা পার্কে। এই মাঠেই ২০০৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে, স্বাগতিক জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠে যায় ইতালি।

আরো পড়ুন:

হালান্ডকে টপকে রেকর্ডের পাতায় কেইন

জার্মান দলে চমক ৩২ বছরের ওতের্গা

সেই স্মৃতি ফিরে আসতেই নাগেলসম্যান বলেন, “আমার ২০০৬ সালের ব্যাপরটা মনে আছে। জার্মানি জিততে পারেনি এই ব্যাপারটা আমাকে এখনও পোড়ায়। কিন্তু বর্তমান নিয়ে কথা বলা বেশি গুরুত্বপূর্ণ, অতীত সম্পর্কে নয়। আমরা আমাদের নিজস্ব ইতিহাস লিখতে চাই। আমি ইতালিকে নিয়ে মোটেই শঙ্কিত নই। আমাদের আগামীদিনের (আজ) জন রাস্তা (ম্যচ জয়ের) আছে। আশা করি আমরা ম্যাচটি জিতব।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ র ম ন ফ টবল ফ ইন ল

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়া নির্বাচন করবেন: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “নির্বাচনে ফেনীর ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।”

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

আবদুল আউয়াল মিন্টু বলেন, “লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ, সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান আছে। যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয়, তাহলে এ অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবে না। কেয়ারটেকার সরকারে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে।”

আরো পড়ুন:

প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে

অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি: প্রধান উপদেষ্টা

সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না, উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, “বিগত ১৯ বছর আমরা আন্দোলন-সংগ্রাম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। কেউ যদি বলে, আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। বরং, ২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। তাই, আমরা চাচ্ছি নির্বাচন হোক।”

বিএনপির এ সিনিয়র নেতা আরো বলেন, “আমরা বলে আসছি, ২০০৮ সালে যে নির্বাচন হয়েছে, সেটি অবাধ ও সুষ্ঠ হয়নি। ২০০৬ সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। দুই যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে।”

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়া নির্বাচন করবেন: মিন্টু