উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। রোববার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে নাম লেখায় ফ্রান্স।

প্রথম লেগে ২-০ ব্যবধানে হার মানা ফ্রান্স ঘরের মাঠে এদিন ফিরতি লেগ ২-০ জিতে। তাতে ২-২ সমতা নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা না ভাঙলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং টাইব্রেকারে জয় নিশ্চিত করে ফ্রান্স।

গত আসরের ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। এবারও একই পরিণতি বরণ করতে হলো তাদেরকে।

আরো পড়ুন:

মদ্রিচের সামনে মুখ থুবড়ে পড়লেন এমবাপে

বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিল ক্রোয়েশিয়া

নির্ধারিত সময়ে স্টেড দে ফ্রাঁসে ফ্রান্সের হয়ে গোল করেন মাইকেল ওলিজ ও উসমান দেম্বেলে। বৃহস্পতিবারের প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকার পর এই দুই গোলেই তারা ঘুরে দাঁড়ায়। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্রান্সের গোলরক্ষক মেইনান ক্রোয়েশিয়ার মার্টিন বাতুরিনা ও জোসিপ স্টানিসিচের শট আটকে দেন। এছাড়া ক্রোয়েশিয়ার ফ্রাঞ্জো ইভানোভিচও গোল মিস করেন।  

ফ্রান্সের হয়ে অবশ্য জুল কুন্দে ও থিও হার্নান্দেজ পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত সপ্তম শট নিতে এসে দাইওত উপামেকানো গোল করলে জয় নিশ্চিত হয়। তখনই স্টেড দে ফ্রাঁসের ৭৭ হাজার ৫০২ দর্শক উল্লাসে ফেটে পড়ে।

ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ম্যাচের পর বলেন, “আমরা জানতাম, আজকের রাতটা আমাদের হতে পারে। আমাদের আত্মবিশ্বাস ছিল। আর পেনাল্টিতে আমাদের দুর্দান্ত এক গোলরক্ষক আছে, যিনি পার্থক্য গড়ে দিতে পারেন।”

ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেন, “এটা আমাদের জন্য খুব কঠিন রাত। প্রথম লেগের পারফরম্যান্স আমরা ধরে রাখতে পারিনি। তবে, এটা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা। এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই, এবং আমি বিশ্বাস করি আমরা তা পারব।”

ক্রোয়েশিয়া এখন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মনোযোগ দেবে। তারা জুন মাসে গ্রুপ ‘এল’-এর ম্যাচগুলো শুরু করবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চেক রিপাবলিক, মন্টেনেগ্রো, ফারো দ্বীপপুঞ্জ ও জিব্রাল্টার।

২০২১ সালের নেশন্স লিগ চ্যাম্পিয়ন ফ্রান্স এবার সেমিফাইনালে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। আগামী ৫ জুন জার্মানির স্টুটগার্টে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আম দ র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ