সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপনে প্রস্তুতি সভা করেছে বন্দর উপজেলা প্রশাসন। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এনএসআই এর পরিচালক হাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপনে জেলা প্রশাসন কর্তৃক গঠিত উপদেষ্টা পরিষদের উপদেষ্টা সরোজ কুমার সাহা, শিখন সরকার শিপন, জয় কে রায় চৌধুরী বাপ্পি, শঙ্কর সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কর্মকার, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব খোকন সাহা, ঋষিকেশ মন্ডল মিঠু, রিপন দাসসহ লাঙ্গলবন্দ স্নান সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

প্রস্তুতি সভায় মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপনে প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে আলোচনার করা হয়। বিশেষ করে প্রায় ১০ লক্ষাধিক পুন্যার্থীর আগমন এবং নির্গমন নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল দপ্তর এবং সেবা ক্যাম্পের প্রতিনিধিদের করণীয় শীর্ষক দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

স্নান চলাকালীন সময়ে পূর্র্ণথীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে, ব্রহ্মপুত্র নদের কচুরিপানা পরিষ্কার করে প্রয়োজনীয় গভীরতা নির্ধারণ করতে, নির্ধারিত সময় গুলোতে বালুবাহী বাল্ব হেড চলাচল বন্ধ রাখতে, প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের নাম এবং মোবাইল নাম্বার সরবরাহ করতে, পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করতে, ভাঙা সড়কগুলো মেরামত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। 

এ সময় জেলা প্রশাসন কর্তৃক গঠিত উপদেষ্টা পরিষদের উপদেষ্টা শিখন সরকার শিপন মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান আয়োজনের লক্ষ্যে যেসব প্রতিবন্ধকতা গুলো আছে তা লিখিত আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল কর মকর ত প রস ত ত উপদ ষ ট ব যবস থ উপজ ল

এছাড়াও পড়ুন:

করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।

দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?

নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে

সম্পর্কিত নিবন্ধ