সাল ১৯৬৪। প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ডকে নিয়ে চার জাতির এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। সিবিএফের উদ্‌যাপনকে মাটি করে তাসা দোস নাসোয়েস বা ছোট বিশ্বকাপ নামের সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনা।

৬১ বছর পর সেই টুর্নামেন্টের প্রসঙ্গ হঠাৎ করেই আসেনি। বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতেই নতুন করে আলো পড়েছে তাসা দোস নাসোয়েসের ওপর। এবারের আগে সেই টুর্নামেন্টেই যে ব্রাজিলের বিপক্ষে ৩ গোলের ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

৬১ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হারালেও মাঝে আরও একবার ব্রাজিলের জালে ৪ গোল দিয়েছিল আর্জেন্টিনা। সেটি ২০১২ সালে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে রীতিমতো গোল-উৎসবই হয়েছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা জিতেছিল ৪-৩ গোলে।

ব্রাজিল সর্বশেষ আর্জেন্টিনার জালে ৪ গোল দিয়েছে ২০০৫ সালে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে কনফেডারেশন কাপের ফাইনালে প্রতিবেশীদের ৪-১ গোলে হারিয়েই শিরোপা-উৎসব করেছিল ব্রাজিল।

২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ