আমাদের আশেপাশে বহু ধরনের চোর রয়েছে। আবার গৃহস্থও নানান কৌশল অবলম্বন করে চোরকে পাকড়াও করছে। চোরও কিন্তু বসে নেই। সেই চোরও প্রতিনিয়ত নতুন নতুন কৌশল তৈরি করছে কিভাবে কোন প্রক্রিয়ায় ঝুঁকিমুক্তভাবে চুরি করা যায়। ঠিক এমনই এক চোরের সন্ধান পাওয়া যায় সাংবাদিক ও নাট্যকার মো. জাহিদুল ইসলামের রচনা এবং নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘আধুনিক চোর’ গল্পে।

‘আধুনিক চোর’ চরিত্রে অভিনয় করেছেন তারিক স্বপন। আর সহযোগী চোরের ভূমিকায় রয়েছেন তার স্ত্রী আঁখি চৌধুরী। আরো অভিনয় করেছেন- কাজী রাজু, সায়কা আহমেদ, ফরিদ হোসেন, স্নিগ্ধা হোসেন, ঋকি রাফাত, এবি রশিদ প্রমুখ।

সাংবাদিক ও নাট্যকার জাহিদুল ইসলাম বলেন, “পৃথিবীতে সবকিছু যখন এগিয়ে যাচ্ছে, তাহলে এই চুরিশিল্প কেন পিছিয়ে থাকবে। এমনই কনসেপ্ট নিয়ে নটবর লাল ও ডোরিস আধুনিক চুরির কৌশল অবলম্বন করে। কৌশলগত দিক দিয়ে নটবর লাল ও ডোরিস মনে করে তারাই পৃথিবীর শ্রেষ্ট চোর। যেখানে দেশ থেকে সিঁধেল চোর প্রায় হারিয়ে গেছে, সেখানে আধুনিক চুরির চিত্রটিই ফুটিয়ে তুলা হয়েছে বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে। নটবর লাল ও ডোরিসের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে মজার এই নাটকের চিত্রনাট্য করেছি। আশা নাটকটি দর্শকদের ভালো লাগবে।”

আরো পড়ুন:

আনন্দের কথায় ‘ঈদ আনন্দ’

চার বছর পর একসঙ্গে আফজাল ও মৌ

পরিচালক নাজনীন হাসান খান বলেন, “যুগে যুগে সবকিছুই আধুনিক হয়, সে জায়গায় চোর কেন পিছিয়ে থাকবে। চোর তার চুরির ধরণ নিয়ে পরিবর্তন ঘটিয়ে আধুনিকতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করে। গল্পটির কনসেপ্ট শুনে নির্মাণ করার জন্য আমি উদগ্রীব হয়ে যাই। অসাধারণ গল্প। আশা করি এই গল্পে দর্শক আনন্দ পাবে।”

আসছে ঈদ-উল-ফিতরের একটি বেসরকারি টিভিতে ‘আধুনিক চোর’ দেখা যাবে।

ঢাকা/রাহাত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ