আসন্ন ঈদ উদ্যাপন উপলক্ষে গান শোনানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রোববার সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে গাইবেন ইমন চৌধুরী, ন্যান্সি, কাওয়াল আহমেদ নূর আমেরি। আহমেদ নূর আমেরি কাওয়ালি ও মাইজভান্ডারির জন্য পরিচিত।
আয়োজনটি নিয়ে এক ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে ঈদের অনুষ্ঠান। বাংলাদেশ বহু ভাষার, বহু মতের, বহু ধর্মের দেশ। বহুজনের এই সমাজে আমরা যে জীবন যাপন করি, তার সবকিছুই আমাদের সংস্কৃতির অংশ। বাংলাদেশ এর সবকিছুই উদ্যাপন করবে। কোনো বিভাজনের রাজনীতি আর এখানে স্বাগত নয়।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গত শুক্রবার প্রথম আলোকে বলেন, মানুষের মধ্যে চাঁদরাতের আনন্দ ছড়িয়ে দিতে এ আয়োজন করছেন তাঁরা। তিনি বলেন, ‘চাঁদরাতটা আমাদের মধ্যে আনন্দের বার্তা দিয়ে আসে। সেই আনন্দের মাত্রাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই ভাবনা থেকেই এই আয়োজন।’
শিল্পকলা একাডেমি জানিয়েছে, পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করবেন আহমেদ নূর আমেরি ও সহশিল্পীরা।
এরপর কণ্ঠশিল্পী ন্যান্সি একক পরিবেশনা উপস্থাপন করবেন। সর্বশেষ গান শোনাবে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ গানের ব্যান্ড বেঙ্গল সিম্ফনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। গানের পাশাপাশি মেহেদী কর্নারও থাকছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সমতায় শেষ বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর থ্রিলার
স্পোর্টস ডেস্ক
ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। কিন্তু তারপরও ম্যাচটি হলো ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
বিস্তারিত আসছে..