ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আমেজে আজ সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন গেল ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা চৌধুরী, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও অন্যান্য ফুটবলাররা।

হামজা তার ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম সবাইকে। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। শিগগিরই দেখা হবে ইনশাল্লাহ।’’

জামাল ভূঁইয়া বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম সবাইকে। ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সাথে ঈদ উপভোগ করতেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।’’

আরো পড়ুন:

“ইনশাআল্লাহ জুনে ফিরে আসব”

‘মেসির সঙ্গে’ পরিচয় করিয়ে দিলেন জামাল, ছেত্রীর সঙ্গে তুলনায় দিলেন অন্যরকম উত্তর

ফুলব্যাক রহমত মিয়া বলেন, ‘‘রোজা আমাদের আত্মসংযম শিখিয়েছে। একে-অপরের প্রতি প্রতিহিংসা ভুলে, একে-অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’’

সাদ উদ্দিন ভিডিও বার্তায় বলেন, ‘‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। সবাই আত্মীয়-স্বজন, ফ্যামিলি, বন্ধু-বান্ধব নিয়ে ঈদ উদযাপন করো। সুস্থা থাকো। ঈদ মোবারক।’’

জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন বলেন, ‘‘দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক।’’

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক।’’

জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য লেফটব্যাক ইসা ফয়সাল বলেন, ‘‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ