পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১
Published: 1st, April 2025 GMT
ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাটে দুটি আতশবাজির কারখানায় পৃথক বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গুজরাটের বানসকাঁথা জেলার দিসায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছেন। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এর আগে গতকাল সোমবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার ঢোলাহাটের রায়পুরে একটি আতশবাজি মজুত করা বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৪ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়।
পুলিশ বলেছে, বাড়িটি বণিক বাড়ি নামে পরিচিত। এই পরিবার আতশবাজি তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ সময় ওই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে বিস্ফোরণ ঘটে।
এলাকাবাসী জানিয়েছেন, তাঁরা আগে থেকেই আতশবাজির কারখানাটি সরিয়ে নেওয়ার দাবি করে আসছিলেন। তবে সেই দাবি উপেক্ষা করে বসতবাড়িতে বিপুল পরিমাণ আতশবাজি মজুত করে রাখা হয়। ঘটনার পর থেকে বাড়ির দুই সহোদর চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক নিখোঁজ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ