হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে দীর্ঘদিন ধরেই লন্ডনের ক্লাব আর্সেনালের একজন বড় ভক্ত। তাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বুকায়ো সাকা চোট কাটিয়ে মাঠে ফিরলে তা উদযাপন করতে ভুল করেননি তিনি। সাকার প্রত্যাবর্তন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন এই অস্কারজয়ী তারকা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে আর্সেনালের জার্সি পরে হাজির হন অ্যান হ্যাথাওয়ে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক #৭’, যা আর্সেনালের জার্সি নম্বর ৭ পরিহিত বুকায়ো সাকার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে।

এর আগেও আর্সেনালের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন অ্যান হ্যাথাওয়ে। লিয়ান্দ্রো ট্রোসারের করা এক গোল উদযাপনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। পরে ট্রোসারও এক ভিডিও বার্তায় হ্যাথাওয়েকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

          View this post on Instagram                      

A post shared by Anne Hathaway (@annehathaway)

ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বুকায়ো সাকা। বদলি খেলোয়াড় হিসেবে নামার মাত্র ৭ মিনিট পরেই গোল করেন তিনি। তার এই গোলেই ফুলহামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল।

এই জয়ের পরও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছে আর্সেনাল। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ৯ পয়েন্টের ব্যবধান রয়েছে, এবং লিভারপুলের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। ফলে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে মিকেল আর্তেতার দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল আর স ন ল র

এছাড়াও পড়ুন:

জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান 

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো পড়ুন:

হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ