সাকার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হলিউড অভিনেত্রী
Published: 2nd, April 2025 GMT
হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে দীর্ঘদিন ধরেই লন্ডনের ক্লাব আর্সেনালের একজন বড় ভক্ত। তাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বুকায়ো সাকা চোট কাটিয়ে মাঠে ফিরলে তা উদযাপন করতে ভুল করেননি তিনি। সাকার প্রত্যাবর্তন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন এই অস্কারজয়ী তারকা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে আর্সেনালের জার্সি পরে হাজির হন অ্যান হ্যাথাওয়ে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক #৭’, যা আর্সেনালের জার্সি নম্বর ৭ পরিহিত বুকায়ো সাকার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে।
এর আগেও আর্সেনালের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন অ্যান হ্যাথাওয়ে। লিয়ান্দ্রো ট্রোসারের করা এক গোল উদযাপনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। পরে ট্রোসারও এক ভিডিও বার্তায় হ্যাথাওয়েকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
View this post on InstagramA post shared by Anne Hathaway (@annehathaway)
ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বুকায়ো সাকা। বদলি খেলোয়াড় হিসেবে নামার মাত্র ৭ মিনিট পরেই গোল করেন তিনি। তার এই গোলেই ফুলহামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল।
এই জয়ের পরও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছে আর্সেনাল। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ৯ পয়েন্টের ব্যবধান রয়েছে, এবং লিভারপুলের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। ফলে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে মিকেল আর্তেতার দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর স ন ল আর স ন ল র
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী