৮ লাখের মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার
Published: 4th, April 2025 GMT
কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। চূড়ান্ত যাচাই–বাছাইয়ের পর্যায়ে আছে আরও ৭০ হাজার রোহিঙ্গা।
বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে এ কথা জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার বৈঠক করেন তাঁরা।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ–এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মে দিবসের কর্মসূচি শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় বাসচাপায় শ্রমিক দলের কর্মী নিহত
বরিশালে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের কর্মসূচি শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামে এক শ্রমিক দল কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপরে উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক গাজী উপজেলার পশ্চিম ওটরা গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক দলের মে দিবসের কর্মসূচি শেষে রাস্তার পাশে বসে খিচুড়ি খাচ্ছিলেন মানিক গাজী। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় লোকজন ধাওয়া করে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এস জলিল সেতুর কাছাকাছি এলাকা থেকে বাসটিকে আটক করে সোনার বাংলা বাজারে নিয়ে যান এবং পুলিশে সোপর্দ করেন।
গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলেছে।