এটা কী বললেন ক্রিস্টিয়ানো রোনালদো—এমন বিস্ময় অনেকের কণ্ঠেই ঝরে পড়তে পারে। ফুটবলবিশ্ব রোনালদোকে চেনে দাম্ভিক আর রেকর্ডের প্রতি আচ্ছন্ন এক ফুটবলার হিসেবে। সেই রোনালদোই কিনা একটি অনন্য মাইলফলক নিয়ে বললেন—হলে ভালো, না হলে সমস্যা নেই!

কথা হচ্ছে রোনালদোর ১০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক নিয়ে। আল নাসরের পর্তুগিজ তারকা ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর থেকেই ফুটবলপ্রেমী তথা রোনালদো–ভক্তরা শুরু করেছেন ১০০০ গোলের ক্ষণগণনা। রোনালদো নিজেও আগে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার ইচ্ছা নিয়ে কথা বলেছেন।

ইদানীং রোনালদো একটি বা দুটি গোল করলেই চলে আসে ১০০০ গোলের প্রসঙ্গ। গতকাল সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে আল নাসরের ৩–১ ব্যবধানের জয়ে রোনালদো করেছেন জোড়া গোল। তাতে রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১–এ। এরপর আবার শুরু হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে কথাবার্তা।

গোলের পর রোনালদোর উদ্‌যাপন। কাল রাতে সৌদি প্রো লিগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ইলফলক

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের

২৮ নভেম্বর, ২০০৬—এদিন খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ খেলতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি কাকতালীয়ভাবে বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই।

আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ।

১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয় পেতে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মাইলফলক ছোঁয়ার ম্যাচগুলোতে দলের আগের কীর্তি।

শততম টি–টোয়েন্টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

সম্পর্কিত নিবন্ধ

  • এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
  • আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের