ক্রীড়া দিবসে র্যালিতে অংশ নিলেন জামাল-শরিফুলরা
Published: 6th, April 2025 GMT
আজ ৬ এপ্রিল, বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ২০১৩ সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবের ভিত্তিতে ২০১৪ সাল থেকে এ দিবসটি উদযাপন করা হচ্ছে। ১৮৯৬ সালের এই দিনে গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত হয়েছিল আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমস। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিনটির নির্ধারণ।
বাংলাদেশেও দিনটি উদযাপন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় রঙিন নানা কর্মসূচি।
সকালে রাজধানীর ওসমানী মিলনায়তন থেকে জাতীয় স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া, জাতীয় ক্রিকেটার শরিফুল ইসলাম, জাকের আলি অনিক, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপাসহ দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও সংগঠকরা। র্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে আয়োজিত হয় আলোচনা সভা। যুব ও ক্রীড়া উপদেষ্টা ছাড়াও বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.
আলোচনার শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করেন ক্রীড়া উপদেষ্টা। ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি দলে ভাগ হয়ে এই প্রীতি টুর্নামেন্টে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুরা। এ সময় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
দিনটি আরও অর্থবহ করে তুলতে জাতীয় ক্রীড়া পরিষদে প্রদর্শিত হয় ‘কমন জেন্ডার’ মুভি। এছাড়া পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা দেওয়া হয় তাদের নিষ্ঠাবান কাজের স্বীকৃতিস্বরূপ।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত