স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার (৫ মার্চ) রাতে, টেবিলের তলানির দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের বাকি আছে আর ৮ রাউন্ড। এই সময়ে এসে এভাবে ম্যাচ হারাটা মোটেই মেনে নেওয়ার মতো না। এই ম্যাচে পেনাল্টি মিস করে তুমুল আলোচনায় রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে জানা গেল এই ব্রাজিলিয়ান উইঙ্গার পেনল্টি নেওয়ার আগে বাজি ধরেছিলেন!

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এই কিক নেওয়ার আগে তিনি ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলির সঙ্গে একটা বাজি ধরেন। পেনাল্টি থেকে গোল করতে পারলে, ভিনিকে ৫০ ইউরো দিতে হবে মামারদাশভিলির। তবে ব্রাজিলিয়ান উইঙ্গারের দুর্বল শটটি ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার জর্জিয়ান গোলরক্ষক। এবার জানা গেল, বাজিতে হেরে যাওয়া টাকা এখনো পরিশোধ করেননি ভিনিসিয়ুস!

আরো পড়ুন:

ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে

দারুণ জয়ে ব্যবধান বাড়ালো বার্সা

মামারদাশভিলি ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে দাবি করেন, “আমি ভিনিসিয়ুসের সাথে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে কি ৫০ ইউরো বাজি রাখতে চায়, এবং সে বলেছিল ‘হ্যাঁ’। আমি ৫০ জিতেছিলাম!”

তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর ভিনিসিয়ুসের দল রিয়ালও ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে বসে ১ গোলের ব্যবধানেই। শিরোপা নির্ধারণীতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। এই সকল সমীকরণ মেলানোর পর নিশ্চয়ই ভিনি আছেন অস্বস্তিতে। সব মিলিয়ে বাজিতে হেরে গিয়ে, টাকা পরিশোধের কথা বেমালুম ভুলে গিয়েছেন এই ব্রাজিলিয়ান।

মামারদাশভিলি আরও যোগ করেন, “ওর (ভিনি) আমাকে টাকা দিতে হবে, কিন্তু এখনও দেয়নি।”

মামারদাশভিলি গত গ্রীষ্মে ইউরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের করেন। সেই সুবাদে লিভারপুল তাকে দলে ভেড়ায়। তবে এই জর্জিয়ান গোলরক্ষক বর্তমানে ধারে ভ্যালেন্সিয়াতে খেলছেন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ