Samakal:
2025-05-01@05:20:33 GMT

সহস্রাধিক মানুষের পাশে সুহৃদ

Published: 7th, April 2025 GMT

সহস্রাধিক মানুষের পাশে সুহৃদ

সুহৃদ সমাবেশের আয়োজনে ও কুড়িগ্রামের রাজারহাট প্রেস ক্লাবের সহযোগিতায় সম্প্রতি সহস্রাধিক পথচারীর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
অনুষ্ঠানে সাংবাদিক ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন, নজরুল ইসলাম, প্রেস ক্লাব সহসভাপতি মোবাশ্বের আলম লিটন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ সুহৃদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমকাল একটি পত্রিকা হয়েও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবে, তাদের জন্য কাজ করে– এটি অত্যন্ত ইতিবাচক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ র‍্যাবেন, আতাউর রহমান, কুইক, মামুন, জিহাদ, আতউল গনি, মিরাজ প্রমুখ। সুহৃদ সভাপতি ও কারিগরি বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ওমর ফারুক বিল্লাহ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজারহাট  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ