আমিন হোসেন ও বিল্লাল হোসেন দুই ভাই। মা ও দুই বোনকে নিয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা গ্রামে একটি পোলট্রি মুরগির ঘরসহ জায়গা কিনে বসবাস শুরু করেন। তাদের সেই সাজানো সংসার ১০ মিনিটেই পুড়ে গেছে। তাদের বাবা সাহাব উদ্দিন আরেকটি সংসার করে ঢাকায় থাকেন।
চার সন্তানের খোঁজ নেন না সাহাব উদ্দিন। আমিন ও বিল্লাল কখনও রাজমিস্ত্রি, আবার কখনও কাঠমিস্ত্রি কিংবা ট্রলিতে চালকের সহকারী হিসেবে কাজ করেন। মা হালিমা আক্তার বৃদ্ধ বয়সেও অন্যের বাড়িতে কাজ করেছেন। 
ছোট সংসারটি মনের মতো সাজিয়ে গত বছর জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান হালিমা। তাদের ১২ বছরের সাজানো সংসার ১০ মিনিটে পুড়ে শেষ হয়ে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের ঘরে আগুন লাগে। 
স্থানীয় বাসিন্দারা জানান, আমিন আর বিল্লাল সকালে কাজের উদ্দেশ্যে ঘরে তালা দিয়ে চলে যান। ঘরে কেউ ছিল না। দুই বোনের বিয়ে হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী মনির মিয়া বলেন, ‘আমি দেখি, ঘরের ওপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কাছে গিয়ে দেখি আগুন ওপরে উঠে গেছে। এ সময় পল্লী বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসে কল করি। এরই মধ্যে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরের কিছুই রক্ষা করা যায়নি।’ 
বারহাট্টা ফায়ার সার্ভিস জানিয়েছে, বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত। ভুক্তভোগী আমিন হোসেনের ভাষ্য, ‘আমার মায়ের হাতের সাজানো সংসার ছিল। মা বাসাবাড়িতে কাজ করে ঘরটি আমাদের জন্য রেখে যান। আমরা এখন কোথায় থাকব আর কী করব জানি না।’
ইউএনও খবিরুল আহসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টিন ও অর্থ সহায়তা দেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন

এছাড়াও পড়ুন:

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

আজ শ্রাবণের ১৬ তারিখ। প্রকৃতির নিয়মে এ মাসে বৃষ্টি বেশি ঝরে। আজও ঢাকার আকাশ মেঘলা। বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও ঝুম বৃষ্টি কখনও গুঁড়ি গুঁড়ি। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভূমিধসের ঝুঁকি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অতিভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ বাস, রিকশা ও সাধারণ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

বঙ্গোপসাগরে উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী ও সমুদ্রবন্দর এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • কর্মীদের মতের মূল্য নাই, জিএম কা‌দের দল চালান স্ত্রীর কথায় 
  • ব্রেন হ্যাক: স্বাভাবিক হওয়ার পাঁচ উপায় জেনে নিন
  • অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা