কুকুর ঘেউ ঘেউ করবেই, ডিভোর্স প্রসঙ্গে গোবিন্দর স্ত্রী
Published: 8th, April 2025 GMT
বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। কিছুদিন আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে।
সংসার ভাঙতে যাওয়ার খবরে দীর্ঘদিন নেতিবাচকভাবে চর্চিত হয়েছেন গোবিন্দ-সুনীতা। কেবল তাই নয়, এ নিয়ে ট্রলের শিকারও হয়েছেন তারা। এবিপি-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সুনীতা।
বিয়ে ভাঙার খবর নিয়ে যারা ট্রল করেছেন, তাদেরকে ইতিবাচকভাবেই দেখছেন সুনীতা। তার ভাষায়, “ইতিবাচক হোক বা নেতিবাচক— আমি এটিকে ইতিবাচকভাবেই নিই। আমার মনে হয়, তারা কুকুর, সুতরাং তারা ঘেউ ঘেউ করবেই।”
আরো পড়ুন:
বক্স অফিসের দৌড়ে কী ক্লান্ত সালমান-রাশমিকা?
ফের আইটেম কন্যা তামান্না
গোবিন্দর ভক্তদের পরামর্শ দিয়ে সুনীতা বলেন, “যতক্ষণ না আমার বা গোবিন্দর কাছ থেকে সরাসরি কিছু না শুনবেন, ততক্ষণ কোনো কিছুই বিশ্বাস করবেন না।”
এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানান, ছয় মাস আগে গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠন সুনীতা। সেই খবরই সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।
১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। ৩৬ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে