২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে কোটায় ভর্তি আবেদনের তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবেদন আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কোটাভিত্তিক আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

কোটায় ভর্তির জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা আজ দুপুর ১২টা থেকে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের www.

admission.jnu.ac.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পূরণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিতে মোট ছয় ধরনের কোটা রাখা হয়েছে। এগুলো হলো মুক্তিযোদ্ধা কোটা—শুধু মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য (FFQ), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (SEQ), হরিজন ও দলিত কোটা (HDQ), প্রতিবন্ধী কোটা (PDQ), খেলোয়াড় কোটা (BKSP) ও পোষ্য কোটা (WQ)।

গত রোববার (৬ এপ্রিল) ইউনিটভিত্তিক ফলাফলে বিষয় নির্ধারণের বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল তারিখের মধ্যে বিষয় নির্বাচনের আবেদন করতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের জবির অফিশিয়াল ওয়েবসাইট (http://www.admission.jnu.ac.bd) এ লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে।

‘এ’ ইউনিটের তিনটি পালায় মোট আসনসংখ্যা ৮৬০। বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রথম পালায় মোট আসন ২৮৪। দ্বিতীয় পালায় ২৮৭টি আসন। তৃতীয় পালায় ২৮৯টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুনএসএসসি–২০২৫ পরীক্ষা, শিক্ষার্থীদের শেষ মুহূর্তের করণীয়০৬ এপ্রিল ২০২৫

‘বি’ ইউনিটের তিনটি পালায় মোট আসনসংখ্যা ৭৮৫। প্রথম পালায় মোট আসন ২৯৪। মানবিক ১৯৯, বাণিজ্য ৩৫, বিজ্ঞান বিভাগের জন্য ৬০টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৯২। যার মধ্যে মানবিক ১৯৯, বিজ্ঞান ৫৮, বাণিজ্য বিভাগের জন্য ৩৫। তৃতীয় পালায় মোট আসন ১৯৯। মানবিক ১৩৬, বিজ্ঞান ৩৯, বাণিজ্য বিভাগের জন্য ২৪টি আসন।

‘সি’ ইউনিটের দুটি পালায় মোট আসনসংখ্যা ৫২০। প্রথম পালায় মোট আসন ২৩০টি। সব কয়টি আসন বাণিজ্য অনুষদের জন্য। দ্বিতীয় পালায় মোট আসন ২৯০টি। যার মধ্যে বাণিজ্যের জন্য ২৩০ আসন, মানবিক ১৬টি এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৪৪টি আসন।

আরও পড়ুনএসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ৯টি নির্দেশনা৬ ঘণ্টা আগে

‘ডি’ ইউনিটের দুটি পালায় মোট আসনসংখ্যা ৫৯০। প্রথম পালায় মোট আসন ২৯৪। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৯৬টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৭১ আসন।

‘ই’ ইউনিটের মোট ৬০টি আসন। চারুকলা অনুষদের তিনটি বিভাগের মধ্যে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের জন্য ২০টি আসন, প্রিন্টমেকিং বিভাগের জন্য ২০টি আসন, ভাস্কর্য বিভাগের ২০টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুনকৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মডেল টেস্ট২ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম প ল য় ম ট আসন ব জ ঞ ন ব ভ গ র জন য প ল য় ম ট আসনস খ য ত য় প ল য় ম ট আসন দ র জন য ইউন ট র পর ক ষ

এছাড়াও পড়ুন:

কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যাবে

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা। মেটা কর্তৃপক্ষ ইতিমধ্যে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে উইন্ডোজ ও ম্যাকওএস–এর হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধা চালু হলে কম্পিউটারের ওয়েব সংস্করণ থেকেই সরাসরি ভয়েস ও ভিডিও কল করা যাবে।

ব্যবহারকারীরা স্মার্টফোনে লগইন না করেও ব্যক্তিগত বা গ্রুপ কল করতে পারবেন। এর ফলে মুঠোফোন থেকে নির্ভরতা কমবে, আর ডেস্কটপে কাজ করার সময়ও হোয়াটসঅ্যাপ কল গ্রহণ বা শুরু করা যাবে অনায়াসে। হোয়াটসঅ্যাপ ওয়েবে সরাসরি অ্যাকাউন্টে লগইন করার সুযোগ না থাকলেও এটি মূলত ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে ব্যবহৃত হয়। একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি যন্ত্রকে মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারেন। এর মধ্যে স্মার্টফোন, ডেস্কটপ অ্যাপ কিংবা ওয়েব সংস্করণ থাকতে পারে। এত দিন ওয়েব সংস্করণ ব্যবহার করে শুধু বার্তা আদান-প্রদান করা গেলেও এবার যোগ হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা।

নতুন এই সুবিধাটি এখনো পরীক্ষাধীন। তবে সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। কল সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপের ওয়েবের ওপরের দিকে ডান পাশে থাকা কল আইকন থেকে ভয়েস বা ভিডিও কল শুরু করা যাবে। ব্যবহারকারীরা ইনকামিং কলও গ্রহণ করতে পারবেন, ফলে ডেস্কটপ ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ কল ব্যবস্থাপনা করা আরও সহজ হবে।

সুবিধাটি শুধু উইন্ডোজ ও ম্যাকওএসের ডেস্কটপ অ্যাপেই আপাতত পরীক্ষাধীন রয়েছে। নতুন কলিং সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপে বার্তার প্রতিক্রিয়া জানানোর নতুন একটি সুবিধাও যুক্ত হচ্ছে। এতে ইমোজির পাশাপাশি স্টিকার ব্যবহার করেও বার্তার জবাব দেওয়া যাবে। মেটা বলছে, এ সুবিধা এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই চালু করা হতে পারে।

এ ছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি নিরাপত্তা–সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি ছাড়া চ্যাট এক্সপোর্ট করা বা মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রে সংরক্ষিত হওয়া বন্ধ রাখা যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও সংবেদনশীল কনটেন্ট আরও সুরক্ষিত থাকবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে বিমানের টিকিটের মূল্যবৃদ্ধিতে জড়িতদের ব্যবস্থা নেওয়ার দাবি আটাবের
  • কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যাবে