জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তিতে কোটায় আবেদন ও বিষয় নির্ধারণের বিজ্ঞপ্তি প্রকাশ
Published: 8th, April 2025 GMT
২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে কোটায় ভর্তি আবেদনের তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবেদন আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কোটাভিত্তিক আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
কোটায় ভর্তির জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা আজ দুপুর ১২টা থেকে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের www.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিতে মোট ছয় ধরনের কোটা রাখা হয়েছে। এগুলো হলো মুক্তিযোদ্ধা কোটা—শুধু মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য (FFQ), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (SEQ), হরিজন ও দলিত কোটা (HDQ), প্রতিবন্ধী কোটা (PDQ), খেলোয়াড় কোটা (BKSP) ও পোষ্য কোটা (WQ)।
গত রোববার (৬ এপ্রিল) ইউনিটভিত্তিক ফলাফলে বিষয় নির্ধারণের বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল তারিখের মধ্যে বিষয় নির্বাচনের আবেদন করতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের জবির অফিশিয়াল ওয়েবসাইট (http://www.admission.jnu.ac.bd) এ লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে।
‘এ’ ইউনিটের তিনটি পালায় মোট আসনসংখ্যা ৮৬০। বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রথম পালায় মোট আসন ২৮৪। দ্বিতীয় পালায় ২৮৭টি আসন। তৃতীয় পালায় ২৮৯টি আসন বরাদ্দ রয়েছে।
আরও পড়ুনএসএসসি–২০২৫ পরীক্ষা, শিক্ষার্থীদের শেষ মুহূর্তের করণীয়০৬ এপ্রিল ২০২৫‘বি’ ইউনিটের তিনটি পালায় মোট আসনসংখ্যা ৭৮৫। প্রথম পালায় মোট আসন ২৯৪। মানবিক ১৯৯, বাণিজ্য ৩৫, বিজ্ঞান বিভাগের জন্য ৬০টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৯২। যার মধ্যে মানবিক ১৯৯, বিজ্ঞান ৫৮, বাণিজ্য বিভাগের জন্য ৩৫। তৃতীয় পালায় মোট আসন ১৯৯। মানবিক ১৩৬, বিজ্ঞান ৩৯, বাণিজ্য বিভাগের জন্য ২৪টি আসন।
‘সি’ ইউনিটের দুটি পালায় মোট আসনসংখ্যা ৫২০। প্রথম পালায় মোট আসন ২৩০টি। সব কয়টি আসন বাণিজ্য অনুষদের জন্য। দ্বিতীয় পালায় মোট আসন ২৯০টি। যার মধ্যে বাণিজ্যের জন্য ২৩০ আসন, মানবিক ১৬টি এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৪৪টি আসন।
আরও পড়ুনএসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ৯টি নির্দেশনা৬ ঘণ্টা আগে‘ডি’ ইউনিটের দুটি পালায় মোট আসনসংখ্যা ৫৯০। প্রথম পালায় মোট আসন ২৯৪। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৯৬টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৭১ আসন।
‘ই’ ইউনিটের মোট ৬০টি আসন। চারুকলা অনুষদের তিনটি বিভাগের মধ্যে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের জন্য ২০টি আসন, প্রিন্টমেকিং বিভাগের জন্য ২০টি আসন, ভাস্কর্য বিভাগের ২০টি আসন বরাদ্দ রয়েছে।
আরও পড়ুনকৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মডেল টেস্ট২ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম প ল য় ম ট আসন ব জ ঞ ন ব ভ গ র জন য প ল য় ম ট আসনস খ য ত য় প ল য় ম ট আসন দ র জন য ইউন ট র পর ক ষ
এছাড়াও পড়ুন:
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় মোট ১ হাজার ৯০০ ছাত্রছাত্রী ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:
১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৪৪০টি, ছাত্র-দিবা- ৪৪০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ১৫০টি, ছাত্র-দিবা- ১৫০টি।
৩. মানবিক বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৩.৭৮, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.০০, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৯০টি, ছাত্র-দিবা- ৯০টি।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ২০০টি, ছাত্র-দিবা- ২০০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৭০টি, ছাত্র-দিবা- ৭০টি।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫দরকারি তথ্য—১. আবেদনের সময় থানা ‘লালবাগ’ নির্বাচন করতে হবে।
২. আবেদন করা যাবে: ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
৩. ভর্তি: ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
৪. ক্লাস শুরু হবে: ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
৫. অনলাইনে আবেদনের পদ্ধতি: আবেদন ফি ২২০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ।
৬. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অত্র কলেজকে অবশ্য ১ নম্বরে রাখতে হবে।
৭. বিশেষ নির্দেশনা: ১০ আগস্টের আগে নিজ নিজ ইউনিট হতে বিজিবি সন্তানের প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানের ১০১ নম্বর কক্ষে বা প্রতিষ্ঠানের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। প্রত্যয়নপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রতিষ্ঠান কর্তৃক SQ কোটা নিশ্চায়ন করা হবে। প্রত্যয়নপত্রে অবশ্যই শিক্ষা বোর্ডের নাম, এসএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল ফোন নম্বর উল্লেখ থাকতে হবে। নিশ্চায়ন ব্যতীত SQ কোটায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি২৯ জুলাই ২০২৫