চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) আক্রমণাত্মক ফুটবলের কাছে হার মানতে হলো অ্যাস্টন ভিলাকে। বুধবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সে ফরাসি জায়ান্টদের কাছে ৩-১ গোলে হার মানে ইংলিশ ক্লাবটি।

অবশ্য ম্যাচের আগে বেশ আলোচনায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অবশ্য শুরু থেকেই তাকে লক্ষ্য করে পিএসজি সমর্থকদের দুয়ো দিচ্ছিলেন। যদিও দুর্দান্ত কিছু সেভ করে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। কিন্তু দলকে হার থেকে বাঁচাতে পারেননি।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি। ৩৫ মিনিটে জন ম্যাকগিনের বুদ্ধিদীপ্ত পাস থেকে পাল্টা আক্রমণে উঠে গোল করেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স। তবে তাদের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৯ মিনিটে কর্নার থেকে দারুণ শটে গোল করে ম্যাচে সমতা ফেরান পিএসজির দেজিরে দুয়ে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৪৯ মিনিটে খভিচা খভারাতস্কেলিয়া একক প্রচেষ্টায় মার্টিনেজকে পরাস্ত করে ব্যবধান বাড়িয়ে ২-১ করেন। এরপর অফসাইডের ফাঁদে পড়ে হাকিমির একটি গোল বাতিল হয়। কিন্তু যোগ করা সময়ে (৯০+২) নুনো মেন্ডেসের নিখুঁত শটে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।

এই হারে অ্যাস্টন ভিলার সামনে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে গেল। আগামী ১৫ এপ্রিল ঘরের মাঠে ফিরতি লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জয় না পেলে ৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে এসে আবারও বিদায় নিতে হবে ইউরোপীয় সেরা মঞ্চ থেকে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসজ

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ