চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে শক্তিশালী পারফরম্যান্সে এগিয়ে গেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাবটি বুধবার রাতের ম্যাচে পার্ক দেস প্রিন্সে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুরু থেকেই পিএসজি সমর্থকদের দুয়োতে বিদ্ধ হলেও, দারুণ কিছু সেভ করে নিজের সামর্থ্য জানান দেন তিনি। তবে গোলবার রক্ষা করে দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ৩৫ মিনিটে জন ম্যাকগিনের অসাধারণ পাস থেকে পাল্টা আক্রমণে গোল করে ভিলাকে এগিয়ে দেন মর্গান রজার্স। কিন্তু চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে পিএসজি। কর্নার থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন দেজিরে দুয়ে।

দ্বিতীয়ার্ধে একক দাপটে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৪৯ মিনিটে খভিচা খভারাতস্কেলিয়া একক প্রচেষ্টায় মার্টিনেজকে পরাস্ত করে স্কোরলাইন ২-১ করেন। এরপর হাকিমির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে যোগ করা সময়ে নুনো মেন্ডেসের নিখুঁত শটে ব্যবধান বাড়িয়ে ৩-১-এ জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

এই জয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল পিএসজি। ফিরতি লেগে ঘরের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে না পারলে ৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে এসেই বিদায়ের শঙ্কায় থাকবে অ্যাস্টন ভিলা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ অ য স টন ভ ল প এসজ

এছাড়াও পড়ুন:

ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ঢাকার পুরানা পল্টনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সমাবেশে জামায়াতের আমির বলেন, ‘প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তাঁরা তাঁদের যোগ্যতা অনুযায়ী পছন্দের কর্মক্ষেত্রে কাজ করবেন।’ এখন দেশে নারীদের কোনো সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নেই, বলেন জামায়াতের আমির।

শ্রমিক দিবসের সমাবেশেশফিকুর রহমান বলেন, ‘মিল-ফ্যাক্টরির উদ্যোক্তারা (মালিকপক্ষ) সহকর্মী শ্রমিক-কর্মচারীদের উপযুক্ত মূল্যায়ন করেন না, তাঁদের শ্রমের মর্যাদা দেন না। এটি যেমন বাস্তবতা, আরেকটি বাস্তবতা হলো, তাঁরা নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্ন রূপে, বিভিন্ন দিবস পালনের জন্য তাঁদের কাছে হাজির হয়। আমরা এটি চাই না।’

বাংলাদেশে কর্ম-উপযোগী ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাঁদের উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না বলেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আমরা পারস্পরিক বোঝাপড়ায় যে টেকসই সমাজ গড়ার কথা বলছি, সে সমাজ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়ে তোলা সম্ভব নয়।’

ঢাকার পুরানা পল্টনে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

সম্পর্কিত নিবন্ধ