জরুরি কথা বলার জন্য মুঠোফোন চাইলেন নারী, দেওয়ার পর অজ্ঞান যুবক, লাখ টাকা লুট
Published: 11th, April 2025 GMT
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক ব্যক্তি। তাঁকে অচেতন করে লাখ টাকা নিয়ে গেছেন অজ্ঞান পার্টির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিল্পকলা একাডেমির সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম হোসাইন ইসলাম লিমন (২৩)। তিনি রাজধানীর সেগুনবাগিচা এলাকার মা টেলিকম নামের একটি দোকানের ব্যবস্থাপক। মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস), ফ্লেক্সিলোডসহ অন্যান্য ব্যবসা করে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী লিমনকে গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
বন্ধু পরিচয় দেওয়া শরিফ উদ্দিন বলেন, লিমন গতকাল শিল্পকলা একাডেমির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক নারী কান্নাকাটি করে তাঁকে বলেন, জরুরি কথা বলার জন্য তাঁর একটু মুঠোফোনে কথা বলা খুব দরকার। লিমন যাতে তাঁর মুঠোফোনটা তাঁকে একটু দেন, সেই অনুরোধ করেন নারী। মুঠোফোন দেওয়ার পর লিমনের মাথা ঘোরাতে থাকে। এর পরের কোনো কিছু তাঁর মনে নেই। কিছুটা চেতনা ফিরলে তিনি কোনোরকমে তোপখানা রোড এলাকায় নিজের মেসে যান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যান শরিফ। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবার মেসে নেওয়া হয়।
শরিফ উদ্দিন বলেন, লিমন জানিয়েছেন, তাঁর সঙ্গে ১ লাখ ১২ হাজার টাকা ছিল। তাঁকে অচেতন করে সব টাকা নিয়ে গেছেন অজ্ঞান পার্টির সদস্যরা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল