জরুরি কথা বলার জন্য মুঠোফোন চাইলেন নারী, দেওয়ার পর অজ্ঞান যুবক, লাখ টাকা লুট
Published: 11th, April 2025 GMT
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক ব্যক্তি। তাঁকে অচেতন করে লাখ টাকা নিয়ে গেছেন অজ্ঞান পার্টির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিল্পকলা একাডেমির সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম হোসাইন ইসলাম লিমন (২৩)। তিনি রাজধানীর সেগুনবাগিচা এলাকার মা টেলিকম নামের একটি দোকানের ব্যবস্থাপক। মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস), ফ্লেক্সিলোডসহ অন্যান্য ব্যবসা করে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী লিমনকে গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
বন্ধু পরিচয় দেওয়া শরিফ উদ্দিন বলেন, লিমন গতকাল শিল্পকলা একাডেমির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক নারী কান্নাকাটি করে তাঁকে বলেন, জরুরি কথা বলার জন্য তাঁর একটু মুঠোফোনে কথা বলা খুব দরকার। লিমন যাতে তাঁর মুঠোফোনটা তাঁকে একটু দেন, সেই অনুরোধ করেন নারী। মুঠোফোন দেওয়ার পর লিমনের মাথা ঘোরাতে থাকে। এর পরের কোনো কিছু তাঁর মনে নেই। কিছুটা চেতনা ফিরলে তিনি কোনোরকমে তোপখানা রোড এলাকায় নিজের মেসে যান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যান শরিফ। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবার মেসে নেওয়া হয়।
শরিফ উদ্দিন বলেন, লিমন জানিয়েছেন, তাঁর সঙ্গে ১ লাখ ১২ হাজার টাকা ছিল। তাঁকে অচেতন করে সব টাকা নিয়ে গেছেন অজ্ঞান পার্টির সদস্যরা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫০.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ২০.৪৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবালী ব্যাংকের ১১.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ফিরোজ