বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা রোববার রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানালেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন। রাতভর সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

শিক্ষার্থীরা জানান, দুপুরে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর বিকেল ৪টার দিকে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষকদের কাছে লিখিত আবেদন করেন তারা। কিন্তু কুয়েট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করেনি। এ অবস্থায় রাতভর তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। সকালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা বলেন, হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাইরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না। 

কুয়েটের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.

মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিন্ডিকেটের সভা ছাড়া হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেও ক্যাম্পাসের দুটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কুয়েট কর্তৃপক্ষ।

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ ন

এছাড়াও পড়ুন:

নেতা হতে আসিনি, সেবা করতে মাঠে আছি : মুজাহিদ মল্লিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র জনসাধারণের মাঝে বিলি করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক ।

শুক্রবার (১ আগস্ট) মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুবাজার এলাকায় প্রচারপত্র বিলি করেন তিনি। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ৩১ দফা হলো দেশ গড়ার, নতুন বাংলাদেশ করার আধুনিক ও মানসম্মত পরিকল্পনা। আমরা বিগত সময়ে আওয়ামী লীগের সব নির্যাতন সয়ে মাঠে ছিলাম। ভবিষ্যতে থাকব। সোনারগাঁবাসীর

উন্নয়নে কাজ করব।নিজ এলাকার জন্য নিজেকে বিলিয়ে দেব। নেতা হতে আসিনি, সেবা করতে মাঠে আছি। 

এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা,জামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া (সাবেক মেম্বার),সহসভাপতি ওসমান মিয়া (সাবেক মেম্বার), ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু,সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল রাহিম।

সম্পর্কিত নিবন্ধ