বাংলা নববর্ষকে বরণ করে নিতে কিছুদিন ধরে সুরেলা আয়োজনে ব্যস্ত থাকতে দেখা গেছে শিল্পী, গীতিকবি, সুরকার ও সংগীতায়োজকদের। সেই সুবাদে বৈশাখী আয়োজন হিসেবে প্রকাশ পাচ্ছে তারকা থেকে শুরু করে তরুণ শিল্পীদের নানারকম গান।
শিল্পী আসিফ আকবর আরও একবার পহেলা বৈশাখ উপলক্ষে গেয়েছেন নতুন একটি দ্বৈত গান। ‘ভীষণরকম ভালোবাসি’ শিরোনামে গানটিতে আসিফের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী দিলশাদ নাহার কনা। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। মনোয়ার হোসেন টুটুলের সুরে গানের সংগীতায়োজন করেছেন সজীব দাস। গানটি প্রকাশ করেছে সাউন্ডটেক। বহু বছর পর ফোক ফিউশন গানের আলোচিত শিল্পী আনুশেহ আলাদিনের নতুন গান শোনার সুযোগ পেয়েছেন শ্রোতারা।
শিল্পী ও সংগীতায়োজক বাপ্পী মাশেকুর রহমানকে নিয়ে গাওয়া তাঁর নতুন গানটির শিরোনাম ‘দুনিয়া সুন্দর’। জি-সিরিজ থেকে প্রকাশিত এই গানের কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পী নিজে।
এদিকে শিল্পী পড়শী তাঁর ইউটিউব চ্যানেলে নববর্ষ উপলক্ষে প্রকাশ করেছেন ‘প্রেমের পরশ’ নাটকের ‘ঘুম হয়ে যা’ শিরোনামে একটি গান। গানটি সুর করার পাশাপাশি পড়শীর সহশিল্পী হিসেবে প্লেব্যাক আরেফিন রুমি। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। নব্বই দশকে দেশজুড়ে আলোড়ন তোলা কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী একই সঙ্গে একক এবং তাঁর তিন মেয়েকে নিয়ে যৌথভাবে গাওয়া দুটি গান প্রকাশ করেছেন।
‘এই জামানার মেয়ে’ শিরোনামে একক গানটি প্রকাশ করেছে রঙ্গন মিউজিক। জামাল হেসেনের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। অন্যদিকে ডলি নিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তাঁর তিন মেয়ে কথা, রিমঝিম ও ফাইজাকে নিয়ে গাওয়া নতুন গান ‘পারি না ভুলতে তোকে’। এসকে দীপের লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। সংগীতায়োজক জনি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন প্রমিথিউস ব্যান্ডের তারকাশিল্পী বিপ্লবের ‘বৈশাখের গান’। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন প্রকাশক জনি নিজে।
ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে লুৎফর হাসানের একক গান ‘আকাশ হয়ে যাই’। জাহিদ আকবরের লেখা এই গানের সুর করেছেন শিল্পী লুৎফর হাসান নিজে। সংগীতায়োজন করেছেন তরিক। একই প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেয়েছে শিল্পী, গীতিকবি ও সুরকার তরুণ মুন্সীর একক গান ‘নিজেরে বুঝি না’।
এ ছাড়াও প্রকাশ পেয়েছে এই গীতকবি ও সুরকারের কথা-সুরে এমআই মিঠুর গাওয়া একক গান ‘আসতে যদি ফিরে’। শিল্পী সিঁথি সাহা অনলাইনে প্রকাশ করেছেন মাস্টার ডিকে নিয়ে তাঁর যৌথ আয়োজন ‘তোর লাইগা’। সৈয়দ আতিকের লেখা এই গানের কম্পোজিশন করেছেন সুবীর, মাস্টার ডি দেব।
এদিকে এমএস দৌলা নববর্ষ উপলক্ষে প্রকাশ করেছেন নতুন গান ‘অভিযোগ’। গানটির কথা ও সুর শিল্পীর নিজের। সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ। অনলাইনে আরও প্রকাশ পেয়েছে সাইদা সম্পার গাওয়া একক গান ‘রেশমী চুড়ি নীল ঘুড়ি’। নন্দিত গীতিকবি গোলাম মোর্শেদের লেখা এই গানের সুর ও সংঘীতায়োজন করেছেন রূপক আখন্দ। এর পাশাপাশি প্রকাশ পেয়েছে সায়রা রেজা ও জাহেদ পারভেজ পাবেলের দ্বৈত আয়োজন ‘মনের কথা কওনা’। এর কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর আহমেদ। এর পাশাপাশি পহেলা বৈশাখের আয়োজন হিসেবে প্রকাশ পাচ্ছে আরও কিছু গান; যা শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে বলেই সংগীতাঙ্গনের সবার মত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল নববর ষ নত ন গ ন এই গ ন র একক গ ন
এছাড়াও পড়ুন:
‘ওজোনস্তর ক্ষয়ে স্বাস্থ্য, কৃষি ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে’
ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।”
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, “মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।”
উন্নত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করায় ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।
এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি।
অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা