চারঘাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সড়কের গাছ কাটার অভিযোগ
Published: 14th, April 2025 GMT
রাজশাহীর চারঘাটে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া বাজার এলাকায়।
সোমবার সকাল থেকে বাঁকড়া বাজার-রায়পুর সড়কের পাশে থাকা আটটি বিশাল সাইজের মেহগনি গাছ কেটে নিচ্ছিলেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী ও ইউনিয়ন বিএনপি নেতা সহকারী অধ্যাপক আবদুল্লাহ হিল কাফি।
খবর পেয়ে সকাল ১০টার দিকে উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে গাছ কাটতে নিষেধ করে আসেন। তবে তাঁদের নিষেধ অমান্য করে আরো শ্রমিক লাগিয়ে ও মেশিন দিয়ে গাছ কাটা চলমান রাখেন তারা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ২০০০ সালের দিকে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে বাঁকড়া-রায়পুর গ্রামীণ সড়কের পাশে মেহগনি গাছগুলো রোপণ করা হয়। সেই গাছগুলোর এখন প্রতিটির বাজার মূল্য প্রায় ৪০-৫০ হাজার টাকা। গাছগুলো নিজেদের দাবি করে কাটা শুরু করেছেন তারা।
স্থানীয় বাসিন্দা হামিদুর রহমান বলেন, গাছগুলো নিজ হাতে রোপণ করেছি আমরা। কিন্তু হঠাৎ করেই সকাল থেকে কাটা শুরু করেছে আকবর আলী ও আবদুল্লাহ হিল কাফির লোকজন। শুনছি গাছগুলো নাকি তাঁদের জমিতে এজন্য তারা কেটে নিচ্ছে। অথচ গাছগুলো ছোট থেকে পরিচর্যা করে বড় করেছি আমরা।
গাছ কাটার বিষয়ে বিএনপি নেতা আবদুল্লাহ হিল কাফি বলেন, শুধু গাছ না পুরো সড়কটিই আমাদের জমিতে। গাছ আমরা না লাগালেও জমির মালিকানা আমাদের। এজন্য এখন কেটে নিচ্ছি। সকালে প্রশাসনের কেউ গাছ কাটতে নিষেধ করেনি বলে দাবি করেছেন তিনি।
ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী বলেন, ২০১৭ সালেই ভূমি অফিস রায় দিয়েছে গাছের জমিগুলো আমাদের। আওয়ামী লীগ সরকার থাকায় এতোদিন গাছ কাটতে পারিনি। এখন উপযুক্ত সময় মনে হচ্ছে সেজন্য কাটছি। প্রশাসন থেকে বাধা দেওয়ার কিছু নাই।
উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গাছ কেটে নেওয়া হচ্ছে কিন্তু আমরা কিছুই জানি না। গাছগুলো সড়ক বিভাগ কিংবা আমাদের লাগানো। সরকারের রোপণকৃত গাছ এভাবে কেটে নেওয়ার কোনো এখতিয়ার নেই। ঘটনাস্থলে আমাদের লোকজন গেছে। গাছ কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আরিফ হোসেন বলেন, গাছগুলো একেবারে সড়কে পাশে অবস্থিত। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গাছকাটা বন্ধ করতে সকালে পাঠালেও তারা বন্ধ করেনি পরবর্তীতে বন বিভাগসহ সেখানে গিয়ে পুনরায় গাছ কাটা বন্ধ করা হয়েছে। যদি গাছগুলো ব্যক্তি মালিকানাধীন জমিতে হয়ে থেকে তবে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে। কিন্তু অনুমোদন ছাড়া গাছ কাটা যাবে না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ ছ ক ট র অভ য গ ব এনপ আম দ র ব এনপ উপজ ল
এছাড়াও পড়ুন:
খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়।
এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র।
কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
ঢাকা/নুরুজ্জামান/এস