বগুড়ায় দই খেলেন ইরানের রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন খেড়ুয়া মসজিদ
Published: 14th, April 2025 GMT
বাংলা বর্ষবরণের দিনে শতবছরের ঐতিহ্যবাহী আকবরিয়া হোটেলে বসে বগুড়ার প্রসিদ্ধ ও সুস্বাদু দই খেলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। এ সময় তিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া বগুড়ার দইয়ের অনন্য স্বাদের ভূয়সী প্রশংসা করেন।
ইরানে বগুড়ার দই তৈরি এবং সেমাই বাজারজাতকরণেও আগ্রহ প্রকাশ করে আকবরিয়া হোটেল ইরানে দইয়ের ব্যবসা করতে চাইলে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আকবরিয়া হোটেলে অবস্থান করেন ইরানি রাষ্ট্রদূত। হোটেলটিতে মধ্যরাতে মুসাফির ও দরিদ্রদের জন্য খাবার পরিবেশন এবং দরিদ্র শিশুদের নিয়ে ৭৫টি মক্তব পরিচালনাসহ প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আলী তাঁদের ১১৩ বছরের ব্যবসার অগ্রযাত্রা ও নানা কর্মকাণ্ড তুলে ধরেন।
ইরানি রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেন, বগুড়ার মানুষের আতিথেয়তা ও আন্তরিকতায় তিনি মুগ্ধ ও বিমোহিত। বগুড়ার সুস্বাদু দই তাঁর খুব পছন্দের খাবার। বগুড়ায় এসে প্রসিদ্ধ দইয়ের স্বাদ নিতে পেরে তিনি খুব খুশি। দইয়ের স্বাদ তাঁকে মুগ্ধ করেছে।
ঐতিহাসিক খেড়ুয়া মসজিদ পরিদর্শনবিকেল সাড়ে চারটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক খেড়ুয়া মসজিদ পরিদর্শন করেন মানসুর চাভোশি ও তাঁর স্ত্রী জাহেরা চাভোশি। ঐতিহ্যবাহী এ ধর্মীয় স্থাপনাটির স্থাপত্যশৈলী ও ইতিহাস সম্পর্কে অবগত হন তাঁরা।
শেরপুর উপজেলার ঐতিহাসিক খেড়ুয়া মসজিদ পরিদর্শন করেন মানসুর চাভোশি ও তাঁর স্ত্রী জাহেরা চাভোশি। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।
গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।