চারঘাটে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া বাজার এলাকায়।
সোমবার সকাল থেকে বাঁকড়া বাজার-রায়পুর সড়কের পাশে থাকা আটটি বিশাল মেহগনি গাছ কেটে নেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী ও ইউনিয়ন বিএনপি নেতা সহকারী অধ্যাপক আবদুল্লাহ হিল কাফি। খবর পেয়ে সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে গাছ কাটতে নিষেধ করে আসেন। তাদের নিষেধ অমান্য করে আরও শ্রমিক লাগিয়ে ও মেশিন দিয়ে গাছ কাটা চলমান রাখেন তারা।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০০ সালে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে বাঁকড়া-রায়পুর গ্রামীণ সড়কের পাশে মেহগনি গাছগুলো রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোর বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। গাছগুলো নিজেদের দাবি করে কাটা শুরু করেছেন বিএনপির দুই নেতা।
সুফলভোগীদের একজন হামিদুর রহমান বলেন, গাছগুলো রোপণ ও পরিচর্যা করলাম আমরা। সেই গাছ কাটা শুরু করেছেন আকবর আলী ও আবদুল্লাহ হিল কাফির লোকজন। তাদের দাবি, নিজেদের জমির গাছ কেটেছেন তারা।
গাছ কাটার বিষয়ে বিএনপি নেতা আবদুল্লাহ হিল কাফি বলেন, শুধু গাছ নয়, পুরো সড়কটিই আমাদের জমিতে। গাছ না লাগালেও জমির মালিক আমরা। এ জন্য কেটে নিচ্ছি। গাছ কাটতে প্রশাসনের কেউ নিষেধও করেনি।
ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী বলেন, গাছের জমির মালিক আমরা। ২০১৭ সালেই ভূমি অফিস এ-সংক্রান্ত রায় দিয়েছে। আওয়ামী লীগ সরকার থাকায় এতদিন গাছ কাটতে পারিনি। এখন উপযুক্ত সময়, তাই কাটছি।
বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গাছ কেটে নেওয়া হচ্ছে; কিন্তু আমরা কিছুই জানি না। সরকারি গাছ এভাবে কেটে নেওয়ার এখতিয়ার নেই কারও। ঘটনাস্থলে আমাদের লোকজন গেছে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, গাছ কাটা বন্ধ করা হয়েছে। গাছগুলো ব্যক্তিমালিকানাধীন জমিতে কিনা– তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।
গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।