ফেনীর দাগনভূঞা উপজেলায় বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩৬ জনকে আটক করেছে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.

হানিফ, পৌর যুবদলের সদস্য মো. রিয়াজ, মো. ইব্রাহিম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী, রামনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক, পৌর যুবদলের সদস্য হাসান, রাজু, শামীম। তাঁরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সংঘাতে জড়িয়ে পড়া দুটি পক্ষের মধ্যে এক পক্ষে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং অপর পক্ষে জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমান। দাগনভূঞা পৌরসভার তোহা বাজারের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তোহা বাজারের একসনা ইজারামূল্য ৪৫ লাখ টাকা। বাজারটি আকবর হোসেনের অনুসারীরা ইজারা নিয়েছেন বলে জানা গেছে। পয়লা বৈশাখ থেকে টোল নেওয়া শুরু হলে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বাজারের টোল নেওয়াকে কেন্দ্র করে আজ দুপুরে দাগনভূঞা জিরো পয়েন্টে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দাগনভূঞা সদরের আতাতুর্ক সরকারি হাইস্কুল, দাগনভূঞা বালিকা বিদ্যালয় ও আজিজিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছিল। তখন পরীক্ষার্থী ও তাঁর স্বজনেরা আতঙ্কগ্রস্ত  হয়ে পড়েন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‍্যাব, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ‘বাজার ইজারার বিষয়টি প্রশাসনিক। আমাদের এক কর্মী ইজারা পাওয়ার পর নিয়মমাফিক টাকা তুলতে গেলে ফটিকপন্থীরা (কাজী জামশেদুর রহমান) বাধা দেন। তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান, এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।’

অন্যদিকে ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান অভিযোগ করে বলেন, ‘আকবর হোসেনের লোকজন আগে থেকেই মহড়ার ঘোষণা দিয়ে জিরো পয়েন্টে গুলি চালান। আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এতে যুবদল নেতা চৌধুরী রিয়াদ, লিটন, রাসেল, রিয়াজ, রাজু, হানিফসহ অনেকেই আহত হয়েছেন। উল্টো পুলিশ আমাদের নেতা-কর্মীদেরও আটক করেছে।’

ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তছলিম উদ্দিন বলেন, বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় একটি এসএসসি পরীক্ষার কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৩৬ জনকে আটক করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আকবর হ স ন ক ন দ র কর স ঘর ষ র ব এনপ র য বদল র দ গনভ ঞ র ইজ র আম দ র উপজ ল

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ