গাজীপুরের কালিয়াকৈরে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। অন্যজনের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রাম থেকে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আছিয়া খাতুন (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আটাবহ ইউনিয়নের নাওলা নামাপাড়া এলাকা থেকে সাদিয়া আক্তারের (২২) লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

আছিয়াকে তাঁর স্বামী কাজী মইন উদ্দিন হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে তাঁর স্বজনদের অভিযোগ। এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এর পর রাতেই আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি এলাকাবাসীর।

সাদিয়া আক্তারের মৃত্যৃটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। সাদিয়ার স্বামী সাইদুল ইসলামের দাবি, তাঁর স্ত্রী শৌচাগার থেকে বের হওয়ার পরই মাটিতে লুটে পড়েন। তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান।

কালিয়াকৈর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) যুবায়ের আহমেদ বলেন, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে, তাদের হত্যা করা হয়েছে কিনা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ