মোহামেডানের হোঁচটের দিনে আবাহনীর জয়
Published: 17th, April 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। তবে হারের তিক্ত স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আবাহনী ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। মোহামেডানকে ৯ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। তারা ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
বৃষ্টির কারণে তিন ম্যাচেই প্রভাব পড়েছিল। প্রতিটি ম্যাচ বৃষ্টি আইনে হয়েছে নিষ্পত্তি। বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ব্যাংক ৩ উইকেটে ১০৯ রান করে। এরপর বৃষ্টির বাগড়ায় তারা আর ব্যাটিংয়ে নামতে পারেনি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আবাহনী ২২ ওভারে ১৫৭ রানের টার্গেট পায়।
আরো পড়ুন:
ঢাবিতে কোভিডবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল সড়ক
১৯.
এরপর মেহরবের ২৫ বলে ৩০, শামসুলের ১৮ বলে ২৫ ও মাহফুজুরের ১২ বলে ২০ রানে অনায়েসে জয় পায় আবাহনী। এর আগে প্রথম ইনিংসে ইমরুল কায়েস ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ইমরানজ্জামান ২৯ ও অমিত ১৫ রান করেন। এই জয়ে আবাহনী ২ পয়েন্ট নিশ্চিত করে ২০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান দুইয়ে।
এদিকে, নাঈম ইসলাম জিতিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবকে। ৩৩ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন নাঈম। ২২ ওভারে ১৬২ রানের লক্ষ্য তাড়ায় গুলশান ম্যাচ জেতে ২ বল আগে, ৩ উইকেট হাতে রেখে। ৬ চার ও ২ ছক্কায় ৫৬ রান করে নাঈম দলের জয়ের নায়ক। এছাড়া ৩৩ বলে ৩৫ করেন আলিফ হাসান ইমন। মেহেদী হাসানের ব্যাট থেকে ২৪ বলে ৪৩ রান আসে ১ চার ও ৫ ছক্কায়।
গাজী গ্রুপ বৃষ্টির আগে ভালোভাবেই ম্যাচে আগাচ্ছিল। ২৩.৩ ওভারে ১১০ রান তোলেন। শামসুর রহমান ৩২ ও সাদিকুর রহমান ৩৬ রান করেন। বেরসিক বৃষ্টিতে থেমে যায় তাদের ইনিংস। এরপর ম্যাচটাও হাতছাড়া করে গাজী গ্রুপ।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।
পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’
বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’
পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’
পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।
২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।