চট্টগ্রামে মোস্তফা হাকিম কলেজ ও আকবর শাহ থানার সামনে কলেজশিক্ষার্থীদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার বিকেলে নগরের জামালখান এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা।

এদিন বেলা তিনটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ। তিনি বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম করছেন, আমরা তাঁদের বিরুদ্ধে দাঁড়িয়েছি।’

এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে হামলার ঘটনায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে থানা ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নেন ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে নগরের আকবর শাহ থানার ভেতরে ও বাইরে অবস্থান করে দুই পক্ষ। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১১টার দিকে থানা প্রাঙ্গণ ছাড়ে তাঁরা। এর আগে সেখানে মারুফ নামের এক কর্মী আহত হন।

সমাবেশে খান তালাত মাহমুদ বলেন, ‘পুরোনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আমরা আবারও জুলাইতে ফিরে যাব। আমরা আপনাদের দলের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরে মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, মুখপাত্র ফাতেমা খানম, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন, হামলায় আহত সাইফ উদ্দিন মারুফ প্রমুখ।

বক্তারা বলেন, ‘ছাত্রদল আমাদের বন্ধুপ্রতিম সংগঠন। আমরা আপনাদের প্রতিপক্ষ মনে করি না। আপনারা এর আগে কুয়েট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের ভাইদের ওপর হামলা করেছেন। গতকাল মোস্তফা হাকিম কলেজ ও আকবর শাহ থানায় আমাদের ভাইদের ওপর হামলা করেছেন। আপনারা সন্ত্রাসবাদের পক্ষে হয়ে, আওয়ামী লীগের হয়ে আমাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।’

সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি জামালখান মোড় হয়ে চেরাগী পাহাড় মোড় ঘুরে আন্দরকিল্লা মোড়ে শেষ হয়।

যা হয়েছিল কলেজে ও থানায়

মূলত গতকাল দুপুরে নগরের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষিকাকে কলেজে আসতে নিষেধ করার প্রতিবাদ করলে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের ভাষ্য, ছাত্রদলের কর্মীরা কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। একই ঘটনায় কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির প্রতিনিধিরা গেলে তাঁদের ওপরও হামলার অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আকবর শাহ থানায় জড়ো হন। তাঁরা থানায় ঢুকলে ছাত্রদল ও বিএনপির লোকজন দলীয় স্লোগান দেওয়া শুরু করেন। বৈষম্যবিরোধীদের কেন থানায় ঢুকতে দেওয়া হলো, এ নিয়ে তাঁরা হট্টগোল শুরু করেন। পরে বৈষম্যবিরোধী ও এনসিপির নেতা-কর্মীদের থানার ভেতরে নিয়ে যায় পুলিশ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানার বাইরে অবস্থান করছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আকবর শ হ থ ন অবস থ ন ছ ত রদল দ র ওপর কর ম র আম দ র নগর র গতক ল

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ