যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বিশ্ববিদ্যালয়ে ডেপুটি শেরিফের ছেলের গুলিতে দু’জন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের এ ঘটনায় হামলাকারীও পুলিশের গুলিতে আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের নাম পরিচয় জানা না গেলেও তারা শিক্ষার্থী নন এবং দু’জনই পুরুষ।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি পুলিশের প্রধান জেসন ট্রামবাওয়ের এ কথা জানান। আহতদের হাসপাতালে ভর্তির কথা জানালেও তাদের পরিচয় জানাননি তিনি। সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী ফিনিক্স আইকনারের মা লিওন কাউন্টি শেরিফের ডেপুটি। আটকের সময় তার কাছে মায়ের ব্যবহৃত হ্যান্ডগান পাওয়া গেছে।

হামলায় আইকনার একাই জড়িত বলে ধারণা পুলিশের। কী উদ্দেশ্যে এ হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পাওয়া হ্যান্ডগানটি আইকনারের মাকে প্রথমে বাহিনী থেকেই দেওয়া হয়েছিল, পরে তিনি সেটি কিনে নিলে তা তাঁর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রে পরিণত হয় বলে জানায় পুলিশ। বিবিসি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশ

পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার লোকসান হতে পারে। এয়ার ইন্ডিয়ার একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, “ধরে নিচ্ছি যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাতে যে বাড়তি খরচ হবে তার মধ্যে রয়েছে বিকল্প রুটে বিমানগুলোর দীর্ঘ উড্ডয়নের জন্য বর্ধিত জ্বালানি খরচ।

বিমান সংস্থাটি সতর্ক করে দিয়েছে জানিয়েছে, ফ্লাইটের সময় যত বেশি হবে, যাত্রীদেরও তার উপর প্রভাব পড়বে। ফ্লাইট দীর্ঘায়িত হওয়ার কারণে নিষেধাজ্ঞার সময়কালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।

২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। নয়াদিল্লি পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।

বিমান পরিবহন মন্ত্রণালয়কে লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষতি পোষাতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য অনুরোধ করেছে। 

চিঠিতে বলা হয়েছে, “প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প... পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ