রাজধানীর হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য গুলিবিদ্ধ
Published: 20th, April 2025 GMT
রাজধানীর হাতিরঝিলে আরিফ সিকদার (৩৫) নামের ওয়ার্ড যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে হাতিরঝিলের মোড়ল গলির মুখে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ আরিফ স্থানীয় একটি ওয়ার্ডের যুবদলের সদস্য বলে জানা গেছে। তাঁকে কী কারণে কারা গুলি করেছে, সেটা তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে।
আহত আরিফের ছোট বোন লাবনী আক্তার বলেন, তাঁর ভাই পেশায় গ্রিলের কাজ করেন। সন্ধ্যায় বাসা থেকে মগবাজার এলাকায় বের হয়েছিলেন। সেখানে তাঁদের মামাদের বাসা। মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন। রাতে খবর পাই, তাঁকে মগবাজার আমবাগান এলাকা থেকে চার থেকে পাঁচ যুবক কথা–কাটাকাটির এক পর্যায়ে গুলি ও ছুরিকাঘাতে আহত করেছে। পরে হাতিরঝিল থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকের বরাত দিয়ে লাবনী আক্তার আরও বলেন, গুলিতে তাঁর ভাই আহত হয়েছেন। তবে তাঁর কপালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখনো জ্ঞান ফেরেনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//