সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি মিষ্টির দোকান থেকে রাজীব সরকার (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে দোকানটি বন্ধ ছিল। সেখান থেকে গতকাল রোববার রাতে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের।

নিহত রাজীব সরকার নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে। তিনি জাফলংয়ে মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে মামার বাজারের ওই দোকান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি দোকানমালিকের খোঁজ নিতে গিয়ে দোকানটির শাটার আংশিক খোলা অবস্থায় দেখতে পান। শাটার পুরোটা তোলার পর ভেতরে ঢুকে দেখতে পান, রাজীব সরকারের মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং এটি আংশিক পচে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রাজীব সরকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে সোমবার সকালে গোয়াইনঘাটে সড়কের পাশের বিল থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি তোফায়েল আহমেদ বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। সকাল সাতটার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন এলাকার একটি বিল থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

তোফায়েল আহমেদ আরও জানান, স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ভবঘুরে হিসেবে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। তাঁর পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জ ব সরক র গ য় ইনঘ ট মরদ হ

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ