ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের বিকল্প নেই: সিকৃবি উপাচার্য
Published: 23rd, April 2025 GMT
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
তিনি বলেছন, “প্রযুক্তি ও জ্ঞাননির্ভরতার যুগে নিজের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির অন্যতম উপায় হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব। হাতে-কলমে শেখার অনন্য পথ হলো প্রশিক্ষণ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে সবাইকে নিয়ম, সময় এবং দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
বুধবার (২৩ এপ্রিল) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘অডিটিং অ্যান্ড টেক্সেশান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, “সঠিক প্রশিক্ষণ একজন ব্যক্তিকে শুধু দক্ষই করে না, বরং তার দৃষ্টিভঙ্গিও প্রসারিত করে। তাই পেশাদারিত্বের জায়গা থেকে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণের বিকল্প নেই।”
আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড.
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং বিভাগীয় নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মো. রফিকুল ইসলাম।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সিকৃবির বিভিন্ন অনুষদ ও দপ্তরের অন্তত ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর ব্যবস্থাপনা ও অডিট সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
ঢাকা/আইনুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩৭ জনের তালিকায় নেই রুমিন ফারহানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ তালিকায় নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) আসনে বিএনপির প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল রুমিন ফারহানার। তবে এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
আরো পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
মির্জা ফখরুল বলেন, ‘‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।’’
বিএনপি মহাসচিব বলেন, ‘‘দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে।’’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘‘এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনী আসতে পারে।’’
ঢাকা/বকুল