কষ্টার্জিত জয়ে শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল
Published: 24th, April 2025 GMT
লা লিগার চলতি মৌসুমে আর একবার হোঁচট খেলেই শিরোপার দৌড় থেকে ছিটকে পড়তে পারত রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সঙ্গে ব্যবধান ছিল ৭ পয়েন্ট, হাতে ছিল মাত্র ছয় ম্যাচ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেটাফের মাঠে কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। তরুণ তারকা আর্দা গুলারের একমাত্র গোলেই এসেছে গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট।
গেটাফের মাঠে ম্যাচের শুরুতেই চাপে পড়ে রিয়াল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। লুইস মিলার নেওয়া শট রুখে দেন থিবো কোর্তোয়া। এরপর ১৮ মিনিটে রিয়ালের বড় সুযোগ তৈরি হয়। ডানপ্রান্ত থেকে বল পেয়ে বাঁদিকে ফ্রান গার্সিয়ার কাছে পাঠান ভিনিসিউস জুনিয়র। গার্সিয়ার শট ফিরিয়ে দেন গেটাফের গোলরক্ষক।
তিন মিনিট পর আবারও গেটাফে রক্ষণে চাপ তৈরি করে রিয়াল। ডি বক্সে কিছুটা ভিড়ের পর বল চলে আসে আর্দা গুলারের পায়ে। ডি বক্সের বাইরে থেকে একজনকে কাটিয়ে বাঁকানো শটে দুর্দান্তভাবে বল জালে পাঠান তুর্কি মিডফিল্ডার। এই একমাত্র গোলেই রিয়াল নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।
টানা তৃতীয় ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেল আনচেলত্তির দল। এর ফলে ৩৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়াল ৭২ পয়েন্টে। বার্সেলোনা (৭৬) রয়েছে শীর্ষে। তবে ব্যবধান নেমে এসেছে মাত্র ৪ পয়েন্টে। এখন বার্সার সামান্য হোঁচটও শিরোপা লড়াই জমিয়ে তুলতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গ্রিল কেটে বাসায় চুরি, গ্রেপ্তার ৫
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় একটি বাসার গ্রিল কেটে চুরি করা মালামাল উদ্ধারসহ পাঁচ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) দুপরে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রুপার বালা, দুই জোড়া সিটিগোল্ডের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে। তারা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতার পাঁচ চোর হলো—মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)।
গত ২৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে মো. আলী আকবরের বাসার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোরের দল। তারা ১৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন এবং ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
আলী আকবরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ওই পাঁচ চোরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/এমআর/রফিক