কষ্টার্জিত জয়ে শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল
Published: 24th, April 2025 GMT
লা লিগার চলতি মৌসুমে আর একবার হোঁচট খেলেই শিরোপার দৌড় থেকে ছিটকে পড়তে পারত রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সঙ্গে ব্যবধান ছিল ৭ পয়েন্ট, হাতে ছিল মাত্র ছয় ম্যাচ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেটাফের মাঠে কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। তরুণ তারকা আর্দা গুলারের একমাত্র গোলেই এসেছে গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট।
গেটাফের মাঠে ম্যাচের শুরুতেই চাপে পড়ে রিয়াল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। লুইস মিলার নেওয়া শট রুখে দেন থিবো কোর্তোয়া। এরপর ১৮ মিনিটে রিয়ালের বড় সুযোগ তৈরি হয়। ডানপ্রান্ত থেকে বল পেয়ে বাঁদিকে ফ্রান গার্সিয়ার কাছে পাঠান ভিনিসিউস জুনিয়র। গার্সিয়ার শট ফিরিয়ে দেন গেটাফের গোলরক্ষক।
তিন মিনিট পর আবারও গেটাফে রক্ষণে চাপ তৈরি করে রিয়াল। ডি বক্সে কিছুটা ভিড়ের পর বল চলে আসে আর্দা গুলারের পায়ে। ডি বক্সের বাইরে থেকে একজনকে কাটিয়ে বাঁকানো শটে দুর্দান্তভাবে বল জালে পাঠান তুর্কি মিডফিল্ডার। এই একমাত্র গোলেই রিয়াল নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।
টানা তৃতীয় ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেল আনচেলত্তির দল। এর ফলে ৩৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়াল ৭২ পয়েন্টে। বার্সেলোনা (৭৬) রয়েছে শীর্ষে। তবে ব্যবধান নেমে এসেছে মাত্র ৪ পয়েন্টে। এখন বার্সার সামান্য হোঁচটও শিরোপা লড়াই জমিয়ে তুলতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী