মৌসুমজুড়ে দুর্দান্ত ছন্দে ছিল ইন্টার মিলান। লিগে শীর্ষে, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে—সব মিলিয়ে স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল তারা, ইন্টারকে বড় ব্যবধানে হারিয়ে।

বুধবার রাতে সান সিরোতে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলের জয় পায় এসি মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে তারা ফাইনালে পৌঁছে যায়। প্রথম লেগে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। ফিরতি লেগে লুকা ইয়োভিচের জোড়া গোল এবং রেইনডার্সের শেষ মুহূর্তের গোলে জয়ের উৎসব করে রোসোনেরিরা।

মজার ব্যাপার হলো, মৌসুমে যতবার মুখোমুখি হয়েছে দুই দল, ততবারই দাপট দেখিয়েছে এসি মিলান। সিরি'আ লিগে প্রথম দেখায় জয়, দ্বিতীয়টি ড্র। ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে শিরোপা জিতেছিল মিলান। এবার তাদের বিদায় করে জায়গা করে নিল ইতালিয়ান কাপের ফাইনালে।

অন্যদিকে, ইন্টার সিরি'আর শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে থাকলেও, কাপ জেতার আরেকটি সুযোগ হাতছাড়া হলো ইনজাগির দলের। ইউরোপে এখনও লড়াই বাকি থাকলেও, ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন এখানেই থেমে গেল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এস ম ল ন ইন ট র ম ল ন ফ ইন ল ইন ট র

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 

গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো। 

২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পর্কিত নিবন্ধ