ইন্টারের ট্রেবল স্বপ্ন ভেঙে ফাইনালে এসি মিলান
Published: 24th, April 2025 GMT
মৌসুমজুড়ে দুর্দান্ত ছন্দে ছিল ইন্টার মিলান। লিগে শীর্ষে, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে—সব মিলিয়ে স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল তারা, ইন্টারকে বড় ব্যবধানে হারিয়ে।
বুধবার রাতে সান সিরোতে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলের জয় পায় এসি মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে তারা ফাইনালে পৌঁছে যায়। প্রথম লেগে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। ফিরতি লেগে লুকা ইয়োভিচের জোড়া গোল এবং রেইনডার্সের শেষ মুহূর্তের গোলে জয়ের উৎসব করে রোসোনেরিরা।
মজার ব্যাপার হলো, মৌসুমে যতবার মুখোমুখি হয়েছে দুই দল, ততবারই দাপট দেখিয়েছে এসি মিলান। সিরি'আ লিগে প্রথম দেখায় জয়, দ্বিতীয়টি ড্র। ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে শিরোপা জিতেছিল মিলান। এবার তাদের বিদায় করে জায়গা করে নিল ইতালিয়ান কাপের ফাইনালে।
অন্যদিকে, ইন্টার সিরি'আর শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে থাকলেও, কাপ জেতার আরেকটি সুযোগ হাতছাড়া হলো ইনজাগির দলের। ইউরোপে এখনও লড়াই বাকি থাকলেও, ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন এখানেই থেমে গেল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এস ম ল ন ইন ট র ম ল ন ফ ইন ল ইন ট র
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে জমি নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে নিহত, ছোট দুই ভাইসহ আটক ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খাজা আহমেদ (৫৫)। এ ঘটনায় তাঁর ভাই নুর মোহাম্মদ খান (৫০) ও শাহজালাল (৪০) এবং শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) আটক করেছে পুলিশ। তাঁদের সবার বাড়ি চির্কা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌথ শরিকানা জমির রাস্তা নিয়ে দুই ভাই খাজা আহমেদ ও নুর মোহাম্মদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল রাতেও তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। রাত সাড়ে ১১টার দিকে নুর মোহাম্মদ খান হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা খাজা আহমেদকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত নুর মোহাম্মদ খানসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।