ইন্টারের ট্রেবল স্বপ্ন ভেঙে ফাইনালে এসি মিলান
Published: 24th, April 2025 GMT
মৌসুমজুড়ে দুর্দান্ত ছন্দে ছিল ইন্টার মিলান। লিগে শীর্ষে, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে—সব মিলিয়ে স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল তারা, ইন্টারকে বড় ব্যবধানে হারিয়ে।
বুধবার রাতে সান সিরোতে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলের জয় পায় এসি মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে তারা ফাইনালে পৌঁছে যায়। প্রথম লেগে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। ফিরতি লেগে লুকা ইয়োভিচের জোড়া গোল এবং রেইনডার্সের শেষ মুহূর্তের গোলে জয়ের উৎসব করে রোসোনেরিরা।
মজার ব্যাপার হলো, মৌসুমে যতবার মুখোমুখি হয়েছে দুই দল, ততবারই দাপট দেখিয়েছে এসি মিলান। সিরি'আ লিগে প্রথম দেখায় জয়, দ্বিতীয়টি ড্র। ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে শিরোপা জিতেছিল মিলান। এবার তাদের বিদায় করে জায়গা করে নিল ইতালিয়ান কাপের ফাইনালে।
অন্যদিকে, ইন্টার সিরি'আর শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে থাকলেও, কাপ জেতার আরেকটি সুযোগ হাতছাড়া হলো ইনজাগির দলের। ইউরোপে এখনও লড়াই বাকি থাকলেও, ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন এখানেই থেমে গেল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এস ম ল ন ইন ট র ম ল ন ফ ইন ল ইন ট র
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী