রেফারি-বিতর্কে আগুন জ্বলেছে আগেই। আগুনের ফুলকিও ছুটেছে দুই দল মুখোমুখি হওয়ার আগে। সেভিয়ার প্লাজা নুয়েভায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বার্সেলোনা সমর্থকদের। রিয়াল মাদ্রিদ সমর্থকদের সঙ্গেও তাঁদের এক চোট হয়ে যাওয়ার গুঞ্জন বের হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বাকি ছিল শুধু মাঠের লড়াইয়ে আগুন ধরার অপেক্ষা।

প্রথমার্ধের ২৮ মিনিটে সেই আগুন জ্বাললেন পেদ্রি, বিরতির পর ৭০ কিলিয়ান এমবাপ্পে, ৭৭ মিনিটে অঁরেলিয়ে চুয়ামেনি ও ৮৪ মিনিটে ফেরান তোরেস। নির্ধারিত সময়ে ২-২ গোলে কোপা দেল রে ফাইনাল অমীমাংসিত। অতিরিক্ত সময়ে সবাই যখন পেনাল্টি শুটআউটের প্রহর গুনছিলেন ঠিক তখনই শেষ মোচড়। হবে না আবার, ম্যাচটা যে এল ক্লাসিকোও! থ্রিলার ও বিতর্ক না হলে কী হয়! সঙ্গে আনন্দও। আর বার্সা সমর্থকদের সেই আনন্দে ভেসে যাওয়ার মুহূর্তটি ১১৬ মিনিটে এনে দেন জুলস কুন্দে।

লুকা মদরিচের ঢিলেঢালা পাসের সুযোগ নিয়ে ডান পায়ের বুলেট গতির শটে গোল করেন। ৩-২ গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত জিতেছে বার্সাই।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)

পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।

টেনিস

মাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫

পিএসএল

মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি

লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি

আইপিএল

রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইউরোপা লিগ: সেমিফাইনাল

বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১

কনফারেন্স লিগ: সেমিফাইনাল

জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ