পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারতীয় বাহিনী ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সূত্রের বরাত দিয়ে বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, অপারেশন সিন্দুর সামরিক প্রতিশোধের চেয়েও বেশি কিছু ছিল। “সন্ত্রাসবাদ-সম্পর্কিত নয়টি স্থানে ২৪টি সুনির্দিষ্টভাবে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা আর সীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করবে না, এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও সহ্য করবে না.

..।”

মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বর, নীলম উপত্যকা, ঝিলাম এবং চকওয়ালে পরিচালিত হামলায় ৬০ জনেরও বেশি সন্ত্রাসী আহত হয়েছে।

আরো পড়ুন:

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

ভারতের হামলা: ইসলামাবাদ ও পাঞ্জাবে সব স্কুল বন্ধ ঘোষণা

ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে যুক্ত শিবিরগুলিকে লক্ষ্য করে এসব স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। ভারতীয় হামলায় এই সন্ত্রাসী গোষ্ঠীগুলির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

১৭ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

চলতি মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। 

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে বলে আদেশে জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে জারি করা আদেশে।

এ বিষয়ে বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব সমকালকে বলেন, ‘আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও এ দুইদিন সব সরকারি ও বেসরকারি সব অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে নির্দেশনার আলোকে এ দুই শনিবার শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন অফিস ও সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ