আজ ৮ মে রেড ক্রস এর জনক জীর্ন হেনরী ডুনান্ট এর জন্মদিন উপলক্ষে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট ও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।

কর্মসূচীর মধ্যে চিত্রাংকন, রচনা, অন লাইন কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয়- on the side of humanity (মানবতার পাশে, একসাথে)। সকাল পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিনে কার্যক্রম শুরু হয়। 
পতাকা উত্তোলন ও র‌্যালিতে যোগ দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। 
৯টার দিকে বর্ণাঢ্য র‌্যালি ইউনিট অফিস হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলী আহমদ চুনকা নগর পাঠাগার এ গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ১০টায় আলী আহমেদ চুনকা নগর পাঠাগার অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সোহেল রানা। সিনিয়র আই সি ওয়াই ফোরমের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।

এছাড়া ইউএলও, বিভিন্ন স্কুল, কলেজ হতে যুব রেড ক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ, জেলা ইউনিট যুব সদস্য, আড়াইহাজার, রুপগঞ্জ, বন্দর, সোনারগাঁও উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম। 

নারায়ণগঞ্জ কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও বিভিন্ন স্কুল হতে যুব আগত রেড ক্রিসেন্ট সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সর্বাত্নক সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ইউন ট

এছাড়াও পড়ুন:

সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”

জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”

দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 
  • বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু
  • আমি প্রতিহিংসার রাজনীতি করি না : গিয়াসউদ্দিন
  • নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
  • বিএনপি নেতা রাজীবের বক্তব্যের সমালোচনায় ইসলামী আন্দোলন
  • সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল