গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক আহমেদ প্রিন্স শহরের পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে।

এছাড়াও তিনি গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে ফারুক আহমেদ প্রিন্সের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধায় জেলা বিএনপি ও জেলা যুবদলের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক হাই মিয়া। দুই মামলায় জেলা আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও বেশ কিছু অজ্ঞাত আসামি করা হয়। মামলায় ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ ন ত ফ র ক আহম দ প র ন স গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

ঢাবিতে যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্যোগ ছাত্রদল নেতাকর্মীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে শুক্রবার পলাশী বাজার এলাকায় জেব্রা ক্রসিং অঙ্কন ও দুর্ঘটনা নিরোধক ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। এসময় রিকশাচালক ও পথচারীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্লাকার্ডও বিতরণ করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মনসহ হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্নিকটে পলাশী বাজারে সবসময় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাসহ অন্যান্য যানবাহনে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি আমি নিজেও ব্যাটারিচালিত রিকশা ধাক্কায় দুর্ঘটনার শিকার হই। এতে আমার হাত ও পায়ে আঘাত লাগে। এ ছাড়া ঢাবি ও বুয়েটের শিক্ষার্থীরা পলাশী মোড়ে কেনাকাটা করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। এসব কারণে যানজট ও দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ