লা লিগা ইতিহাসের সহজতম হ্যাটট্রিক করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার সারলোথ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাত্র ৪ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচে একাই করেন চার গোল। 

ঘরের মাঠে সোসিয়েদাদের জালে ৭ মিনিটে প্রথম গোল দেন সারলোথ। ১০ ও ১১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩০ মিনিটে নিজের নামের পাশে চতুর্থ গোল তোলেন চলতি মৌসুমে অধিকাংশ ম্যাচে হুলিয়ান আলভারেজের বিকল্প হিসেবে খেলা এই স্ট্রাইকার। 

লা লিগা ইতিহাসে ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিকের এটাই প্রথম ঘটনা। এতো দ্রুত আর কেউ হ্যাটট্রিক করতে পারেননি। ১৯৪১ সালে এডমুন্ডো সুয়ারেজ ও ১৯২৯ সালে চার্লস বেস্টিট ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। যা এতোদিন ছিল দ্রুততম হ্যাটট্রিক করার রেকর্ড। 

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সারলোথ বলেন, ‘মনে হচ্ছিল, আমি যেখানে যাচ্ছি বল আমার পায়ে এসে বাধছিল। বক্সের ১৬ গজের মধ্যে ঢুকতেই সতীর্থরা বল দেওয়ার জন্য আমাকে খুঁজছিল এবং যেসব বল আমার কাছে আসার কথা না তাও চলে আসছিল।’ 

সারলোথ এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছেন। ওটাই সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেছেন তিনি, ‘এমন দিন পাওয়া সত্যিই অসাধারণ। এটা উপভোগ করতে হবে। তবে গত বছরেরটা বেশি উপভোগ্য ছিল। কারণ ওটা ছিল অনেক বড় দলের বিপক্ষে। বলতে দ্বিগা নেই, এটা আমার ক্যারিয়ারের সেরা প্রথমার্ধ।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

লা লিগা ইতিহাসের সহজতম হ্যাটট্রিকের রেকর্ড সারলোথের

লা লিগা ইতিহাসের সহজতম হ্যাটট্রিক করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার সারলোথ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাত্র ৪ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচে একাই করেন চার গোল। 

ঘরের মাঠে সোসিয়েদাদের জালে ৭ মিনিটে প্রথম গোল দেন সারলোথ। ১০ ও ১১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩০ মিনিটে নিজের নামের পাশে চতুর্থ গোল তোলেন চলতি মৌসুমে অধিকাংশ ম্যাচে হুলিয়ান আলভারেজের বিকল্প হিসেবে খেলা এই স্ট্রাইকার। 

লা লিগা ইতিহাসে ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিকের এটাই প্রথম ঘটনা। এতো দ্রুত আর কেউ হ্যাটট্রিক করতে পারেননি। ১৯৪১ সালে এডমুন্ডো সুয়ারেজ ও ১৯২৯ সালে চার্লস বেস্টিট ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। যা এতোদিন ছিল দ্রুততম হ্যাটট্রিক করার রেকর্ড। 

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সারলোথ বলেন, ‘মনে হচ্ছিল, আমি যেখানে যাচ্ছি বল আমার পায়ে এসে বাধছিল। বক্সের ১৬ গজের মধ্যে ঢুকতেই সতীর্থরা বল দেওয়ার জন্য আমাকে খুঁজছিল এবং যেসব বল আমার কাছে আসার কথা না তাও চলে আসছিল।’ 

সারলোথ এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছেন। ওটাই সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেছেন তিনি, ‘এমন দিন পাওয়া সত্যিই অসাধারণ। এটা উপভোগ করতে হবে। তবে গত বছরেরটা বেশি উপভোগ্য ছিল। কারণ ওটা ছিল অনেক বড় দলের বিপক্ষে। বলতে দ্বিগা নেই, এটা আমার ক্যারিয়ারের সেরা প্রথমার্ধ।’

সম্পর্কিত নিবন্ধ