লা লিগা ইতিহাসের সহজতম হ্যাটট্রিকের রেকর্ড সারলোথের
Published: 11th, May 2025 GMT
লা লিগা ইতিহাসের সহজতম হ্যাটট্রিক করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার সারলোথ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাত্র ৪ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচে একাই করেন চার গোল।
ঘরের মাঠে সোসিয়েদাদের জালে ৭ মিনিটে প্রথম গোল দেন সারলোথ। ১০ ও ১১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩০ মিনিটে নিজের নামের পাশে চতুর্থ গোল তোলেন চলতি মৌসুমে অধিকাংশ ম্যাচে হুলিয়ান আলভারেজের বিকল্প হিসেবে খেলা এই স্ট্রাইকার।
লা লিগা ইতিহাসে ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিকের এটাই প্রথম ঘটনা। এতো দ্রুত আর কেউ হ্যাটট্রিক করতে পারেননি। ১৯৪১ সালে এডমুন্ডো সুয়ারেজ ও ১৯২৯ সালে চার্লস বেস্টিট ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। যা এতোদিন ছিল দ্রুততম হ্যাটট্রিক করার রেকর্ড।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সারলোথ বলেন, ‘মনে হচ্ছিল, আমি যেখানে যাচ্ছি বল আমার পায়ে এসে বাধছিল। বক্সের ১৬ গজের মধ্যে ঢুকতেই সতীর্থরা বল দেওয়ার জন্য আমাকে খুঁজছিল এবং যেসব বল আমার কাছে আসার কথা না তাও চলে আসছিল।’
সারলোথ এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছেন। ওটাই সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেছেন তিনি, ‘এমন দিন পাওয়া সত্যিই অসাধারণ। এটা উপভোগ করতে হবে। তবে গত বছরেরটা বেশি উপভোগ্য ছিল। কারণ ওটা ছিল অনেক বড় দলের বিপক্ষে। বলতে দ্বিগা নেই, এটা আমার ক্যারিয়ারের সেরা প্রথমার্ধ।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী