জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থিত কথিত টিএসসি এলাকায় একটি চায়ের দোকানে চাঁদা না পেয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত আজিজুল হাকিম আকাশ ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

চায়ের দোকানটিতে লোহার শিকল দিয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। শনিবার (১১ মে) দৈনিক চাঁদার হিসাব পছন্দ না হওয়ায় আকাশ নিজেই দোকানে তালা লাগিয়ে দেন।

আরো পড়ুন:

চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদল সম্পাদক

ভুক্তভোগী দোকানদার মো.

মিন্টু বলেন, “গত ৫ আগস্টের পর দোকান ফাঁকা হলে আকাশ ভাই সেটি দখলে নেন এবং পরে তার এক পরিচিতজনকে বসান। তিনদিন পর সেই ব্যক্তি দোকান ছেড়ে দিলে আমি দোকানটি নেই। আকাশ ভাইকে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে দোকান মালামালসহ বুঝে নেই।”

তিনি বলেন, “ওই সময়ই ধার করে ২৫ হাজার টাকা পরিশোধ করি। দুই মাস পার হতেই তিনি আবার কিছু টাকা নিয়ে নেন এবং মাসিক ২ হাজার টাকা চুক্তি থাকলেও পরে দৈনিক ২০০ টাকা দাবি করেন।”

মিন্টুর অভিযোগ, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আকাশ দোকানের জায়গা নিজের বলে দাবি করেন এবং মালামালসহ দোকানে তালা ঝুলিয়ে দেন।

তবে অভিযোগ অস্বীকার করে আজিজুল হাকিম আকাশ বলেন, “আমি দোকানটি জেলা-কল্যাণ থেকে এক ছোটভাইকে সহায়তার জন্য নেই। দোকানটি ঠিকভাবে পরিচালনা না করায় আমরা অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চাঁদা চাওয়া বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “চাঁদা দাবির বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল দ ক নট

এছাড়াও পড়ুন:

মাসিক না হওয়ার কারণ

মেনোপজের আগে মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণ

গর্ভধারণ ও স্তন্যদান।

জন্মনিয়ন্ত্রণের জন্য পিল কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদি পদ্ধতি ব্যবহার।

অতিরিক্ত কম বা বেশি ওজন, অতিরিক্ত ভারী ব্যায়াম কিংবা অতিরিক্ত মানসিক চাপ।

থাইরয়েড হরমোনের ঘাটতি কিংবা আধিক্য, পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিংবা অন্য যেসব রোগের কারণে হরমোনের তারতম্য হয়।

ডিম্বাশয়ের টিউমার কিংবা ডিম্বাশয় বা জরায়ুতে কোনো অস্ত্রোপচার।

উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, বিষণ্নতা এবং অন্যান্য মানসিক সমস্যায় ব্যবহৃত ওষুধ।
কেমোথেরাপি, রেডিওথেরাপি।

ডিঅ্যান্ডসির (ডায়ালেশন ও কিউরেটেজ নামের একটি অস্ত্রোপচারপদ্ধতি) মাধ্যমে গর্ভপাত।

আরও পড়ুনমাসিকের সময় তলপেটে ব্যথা হয় কেন? ২৩ এপ্রিল ২০২৫কৈশোরে মাসিক শুরু না হওয়ার কারণ

নির্দিষ্ট বয়সে পৌঁছেও যাঁর মাসিক শুরু হয়নি, তাঁর জন্য কারণটা হতে পারে জিনগত। নারীর জন্য প্রয়োজনীয় হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে যেসব গ্রন্থি, সেসবের অস্বাভবিকতাও থাকতে পারে কারও কারও ক্ষেত্রে। যোনিপথ বা অন্যান্য প্রজনন অঙ্গের গঠনগত ত্রুটিও থাকতে পারে।

কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিক

দু–এক মাস যদি মাসিক না হয়, তাতে ভয়ের কিছু নেই। কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিক, অর্থাৎ কখন নেবেন চিকিৎসকের পরামর্শ, জেনে নেওয়া যাক।

১৪ বছর বয়সে পৌঁছেও যদি কারও মাসিক শুরু না হয় এবং বয়ঃসন্ধির অন্য কোনো চিহ্নও না দেখা যায়।

বয়ঃসন্ধির অন্যান্য চিহ্ন থাকলে অবশ্য ১৬ বছর পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। এ ক্ষেত্রে ১৬ বছরে পৌঁছে মাসিক না হলে বিষয়টিকে অস্বাভাবিক ধরে নিতে হবে।

যাঁর নিয়মিত মাসিক হয়, তাঁর যদি অন্তত তিন মাস মাসিক বন্ধ থাকে, তাহলে সেটির কারণ খুঁজতে হবে।

যাঁর মাসিক অনিয়মিত, তাঁর ক্ষেত্রে অন্তত ছয় মাস মাসিক বন্ধ থাকলে সেটিকে অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ হওয়া বলে ধরে নিতে হবে।

আরও পড়ুনঅনিয়মিত মাসিক কেন হয়২৫ জুলাই ২০২৩যদি থাকে অস্বাভাবিকতা

একজন নারীর সুস্থতার জন্য নিয়মিত মাসিক হওয়া খুবই জরুরি। যদি মাসিকে অস্বাভাবিকতা দেখা দেয়, অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ থাকে কিংবা অনিয়মিত মাসিক হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণটা খুঁজে বের করবেন। সে অনুযায়ীই হবে চিকিৎসা।

কারও মাসিক বন্ধ থাকার চিকিৎসার ক্ষেত্রে জীবনধারার পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারও প্রয়োজন হরমোন থেরাপি। অল্প কিছু ক্ষেত্রে সার্জারি বা শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।

আরও পড়ুনমেয়েকে মাসিক সম্পর্কে কীভাবে জানাবেন০৫ সেপ্টেম্বর ২০২৩

সম্পর্কিত নিবন্ধ