ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, যুবক গ্রেপ্তার
Published: 13th, May 2025 GMT
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়িসহ দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ।
মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার ২১ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার।
প্রধানমন্ত্রী হওয়ার আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইস্লিংটনের ওই ফ্ল্যাটে বাস করতেন তিনি। প্রধানমন্ত্রীর বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের কর্মকর্তারা। স্টারমারের মুখপাত্র এক বিবৃতিতে সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। বিবিসি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর জ য
এছাড়াও পড়ুন:
সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ও স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তিনি হল ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
এসব তথ্য নিশ্চিত করেছেন এ এফ রহমানের হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ। তিনি বলেন, ছুরিকাঘাতে রক্তাক্ত করা হয় সাম্যকে। এতে তার মৃত্যু হয়েছে। আমরা এখন মেডিকেলে আছি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় সাম্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।