মধ্য মেক্সিকোতে একটি ঘটনায় ট্রাক, বাসসহ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুয়েবলা ও দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা গাড়ির ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে।

পুয়েবলা রাজ্য সরকারের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে ১৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। বিভিন্ন হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তবে তিনি আহত ব্যক্তিদের সংখ্যা জানাতে পারেননি।

সাম্প্রতিক বছরগুলোয় মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এর পেছনে রয়েছে যানবাহনের খারাপ রক্ষণাবেক্ষণ, বেপরোয়াভাবে গাড়ি চালানো ও চালকের ক্লান্তি।

বেশির ভাগ দুর্ঘটনায় মালবাহী ট্রাক জড়িত থাকায় মেক্সিকোর ব্যস্ত মহাসড়কে নিরাপত্তার মান উন্নত করার দাবি জোরালো হয়েছে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কামপেচে রাজ্যে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩৮ জন নিহত হন। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। গত মার্চে এক দিনে দুটি বাস দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপি নেতাকে দুদকে তলব

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনিয়ম দুর্নী‌তির অভিযোগে জিজ্ঞাসা‌বা‌দের জন‌্য তাদের আগামী ২০, ২১ ও ২২ মে হাজির হ‌তে বলা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর সেগুনবা‌গিচার প্রধান কার্যাল‌য়ে নিয়‌মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়‌টি জানিয়েছেন।

তি‌নি ব‌লেন, “স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।এছাড়া এন‌সি‌পির সা‌বেক নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।”

আরো পড়ুন:

৪০৪ কোটি টাকা আত্মসাৎ: সাদ মুসা গ্রুপের মোহসিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নানকের স্ত্রী-কন্যাসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে সম্প্রতি অনিয়ম দুর্নী‌তির অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।তুহিন ফারাবির বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। অভিযোগ আম‌লে নি‌য়ে দুজ‌নের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নেয় দুদক। দুজ‌নের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের জন‌্য আলাদা টিমও গঠন করা হ‌য়ে‌ছে। অনুসন্ধা‌নের ধারাবাহিকতায় দুজন‌কে অভিযোগের বিষ‌য়ে জিজ্ঞাসাবা‌দের জন‌্য ডাকা হ‌য়ে‌ছে।

অন‌্যদি‌কে, গাজী সালাউদ্দীন তানভীরের বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠ‌লে দুর্নীতি দমন ক‌মিশন অভিযোগ আম‌লে নি‌য়ে অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নেয়। তার বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের জন‌্যও এক‌টি টিম গঠন করা হ‌য়ে‌ছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ