ক্রিস্টিয়ানো জুনিয়রের সিউ উদযাপন, জোড়া গোলে জেতাল পর্তুগালকে
Published: 18th, May 2025 GMT
জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে পর্তুগালের জার্সিতে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের। ওই ম্যাচে তার দল জিতলেও বদলি নামা ক্রিস্টিয়ানো জুনিয়র গোল করতে পারেনি।
তবে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে শুরুর একাদশে নেমে ৩-২ গোলে জিতেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। প্রথমার্ধে জোড়া গোল করে বাবার ট্রেডমার্ক সিউ উদযাপন করে ১৪ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র।
ম্যাচের ১৩ মিনিটে ক্রিস্টিয়ানো জুনিয়র প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। প্রথমবার দেশের জার্সিতে সিউ উদযাপন করে। ২৫ মিনিটে ক্রোয়াট কিশোররা ওই গোল শোধ করে।
ক্রিস্টিয়ানো জুনিয়র ৪৩ মিনিটে আবার সিউ উদযাপন করে। গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে রেখে প্রথমার্ধ শেষ করে।
কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ওই গোলও শোধ করে ক্রিস্টিয়ানো জুনিয়রদের হতাশ করে ক্রোয়াট দলটি৷ ৭৮ মিনিটে কারবাল গোল করে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলকে জয় এনে দেয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল পর ত গ ল পর ত গ ল গ ল কর
এছাড়াও পড়ুন:
আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব
স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের জন্য আজ সোমবার (১৯ মে) শুরু হচ্ছে দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক উৎসব ‘অ্যাস্ট্রোফেস্ট’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজন করেছে।
আজ বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজে উৎসবের কার্যক্রম শুরু হবে। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
উৎসবে রকেট তৈরির কর্মশালা, সেমিনার, পাপেট শো, টেলিস্কোপে আকাশ দেখা ও বিজ্ঞান-বিষয়ক পোস্টার প্রদর্শনী থাকবে। পোস্টার প্রদর্শনীটি চলবে ২১ মে পর্যন্ত।
জ্যোতির্বিজ্ঞান উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আলফ্রেড খোকন এবং জ্যোতির্বিজ্ঞান সংগঠক মশহুরুল আমিন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।