ফরিদপুরের ভাঙ্গায় ঢাকাগামী ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে, তারা হলেন-পটুয়াখালীর মো.

সজিব (২৫), বরগুনার আমতলীর সুইটি বেগম (২১), ভোলার মিরাজ কাজী (৩২) এবং গোপালগঞ্জের খাদিজা আক্তার (২৩)। এ ছাড়া বাসের হেলপারসহ আরও ১৬ জন নারী-পুরুষ আহত হয়েছেন, যাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। 

স্থানীয়রা জানান, বাসটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যা পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। তিনি বলেন, দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।

ঢাকা/তামিম/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ভারতীয় পদক্ষেপে সমস্যা হলে আলোচনা করে সমাধান: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনও অফিসিয়ালি কিছু জানি না।  ফরমালি জানার পর ব্যবস্থা নিতে পারবো। সরকারি সংস্থাগুলো বিশ্লেষণ করে উপলব্ধি করার চেষ্টা করছে, তার পরিপ্রেক্ষিতে আমরা করণীয় নির্ধারণ করবো। সেখানে যদি সমস্যা দেখা দেয় বা তৈরি হয় তাহলে উভয়পক্ষ আলোচনা করে সমাধানের চেষ্টা করবো

রবিবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি গতকাল শনিবার  জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধু নাভা শেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

ভারতের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আপনারা কী ভাবছেন- এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‘আমরা এখনও অফিসিয়ালি ভারতের পদক্ষেপের বিষয়ে কিছু জানি না। তবে সোশ্যাল মিডিয়া ও নিউজ থেকে আমরা জানি তারা স্থলবন্দর বিশেষ করে আখাউড়া, ডাউকিস্থল বন্দরসহ কিছু সীমান্তবর্তী অঞ্চলের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে। আমরা ফরমালি জানার পর ব্যবস্থা নিতে পারবো। তবে আমাদের বিশ্লেষণ চলছে, সরকারের বিভিন্ন সংস্থাগুলো সেটা করছে। আমরা উপলব্ধি করার চেষ্টা করছি, তার পরিপ্রেক্ষিতে আমরা করণীয় নির্ধারণ করবো।’’

এই সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘‘আমাদের দেশ থেকে খুব বেশি যে সব কিছু যায় তা কিন্তু না। গার্মেন্টস শিল্পের একটা বড় পরিমাণ যায়। আপনারা এটা জানেন যে, প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনই আমাদের বড় লক্ষ্য। এটা দুই জনের জন্য লাভজনক বিষয়। আমরা নিশ্চয়ই মনে করি ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে সমৃদ্ধ দেশ। এরপরও যখন আমাদের দেশ থেকে এসব পণ্য রপ্তানি হয় সেটা আমাদের সক্ষমতার ওপর ভিত্তি করেই। তবে আমরা আশা করি উভয় দেশের ভোক্তা ও উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে।’’

ট্রান্সশিপমেন্ট এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বলেন, ‘‘ট্রান্সশিপমেন্টের প্রভাব আমাদের নেই। আমরা নিজেদের সক্ষমতা ব্যবহার করে নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি।’’

‘‘অবশ্যই, এটা তো প্রতিযোগিতায় সক্ষমতার বিষয়। বিভিন্ন সময় আপনারা দেখছেন আমরা যেহেতু ভৌগোলিকভাবে কানেক্টেড একটা দেশ। আমাদের প্রতিযোগিতার সক্ষমতা, পরিবহন ব্যয়সহ অন্যান্য জিনিসগুলো নির্দিষ্ট। এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমাদের কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করি, ভারতও করে। সেটা চলমান একটা প্রক্রিয়া। এটা বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়া আমরা। এ বিষয়েও কাজ করছি।’’

‘‘আমাদের বেশ কিছু বন্দর এখনও চালু আছে। আমাদের সংস্থাগুলো কাজ করছে। আমি এখনও রিপোর্ট দেখিনি। আপনারা যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমাদের আরো দুই একদিন সময় লাগবে, পুরো পরিস্থিতিটা জানার জন্য আমরা তথ্য সংগ্রহ করছি। আজ না হয় কালকের মধ্যে তথ্য পেয়ে যাবো, তখন আমরা আরো ভালোভাবে জানতে পারবো।’’

ভারতের সঙ্গে কী তাহলে আলোচনায় যাবেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘‘প্রয়োজনে সব কিছু করবো। তবে এ বিষয়টি আমাদের এখনও অফিসিয়ালি জানানো হয়নি।’’

যে দুটি সিদ্ধান্ত আমরা দেখলাম সেটা কি সাম্প্রতিক দুই দেশের সম্পর্কের কারণে হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার কাজ বাণিজ্য আমি এটাতেই সীমাবদ্ধ থাকতে চাই। সবসময় যেটা বলে এসেছি আমি উদার বাণিজ্যে বিশ্বাসী। আমার কাছে বাণিজ্যই গুরুত্বপূর্ণ। আমার দেশের ব্যবসায়ী ও ভোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য বাণিজ্য উদারিকরণ ও বাণিজ্য ইনক্লুশন ছাড়া আর কোনো রাস্তা আমি দেখি না।

সরকার বলছে আমরা বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করবো, দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করবো অথচ পরিস্থিতি উল্টো দেখা যাচ্ছে, এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, আমরা এই জিনিসগুলোই আলোচনায় নিয়ে আসবো। আপনারা নিশ্চয়ই জানেন ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই অধিক ভারী। আমরা নিশ্চয়ই এই অবস্থানগুলো তুলে ধরবো। একই সঙ্গে আশা করছি এই সমস্যার সমাধান করতে পারবো।

এই ধরনের সিদ্ধান্তে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি বাড়বে সেটা কীভাবে কমিয়ে আনবেন এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দিন বলেন, এটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, এক দিনে তো আর বাণিজ্য ঘাটতি কমাতে পারবেন না। আমরা যেটা ভারত থেকে রিসোর্স করি সেটা পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে, ভারতও সেটা করে। সেটা প্রাকৃতিক বিষয়ের কারণেই হয়ে আসছে। আমরা আমাদের বৈচিত্র্য করণের মাধ্যমে ও প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাণিজ্য বৃদ্ধি করবো।

ঢাকা/হাসনাত//

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই অভ্যুত্থানে আহত আরও ৭ জনকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো
  • ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
  • বাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৩
  • সচিবালয়ে আগুন ঠেকাতে দুই কমিটি গঠন
  • হ্যাকার যুদ্ধে ডিডস
  • ভারতীয় পদক্ষেপে সমস্যা হলে আলোচনা করে সমাধান: বাণিজ্য উপদেষ্টা
  • নবীগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে, আহত ৫
  • হায়দরাবাদে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নারী-শিশুসহ নিহত ১৭
  • হায়দরাবাদে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আট শিশুসহ নিহত ১৭