ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
Published: 20th, May 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকাগামী ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে, তারা হলেন-পটুয়াখালীর মো.
স্থানীয়রা জানান, বাসটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যা পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। তিনি বলেন, দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।
ঢাকা/তামিম/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাগর-রুনিকে ঘিরে নির্মিত ‘অমীমাংসিত’ পেল ছাড়পত্র
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল থাকায় আটকে থাকা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘অমীমাংসিত’ অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।
সিনেমাটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির কথা ছিল। তবে বিতর্ক উঠলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে এটি সেন্সর বোর্ডে জমা দিতে হয়। প্রথমে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলা হলেও আপিলের পর সিনেমাটি সনদ পায়।
সিনেমাটির গল্প নিয়ে এখনও বিতর্ক থাকলেও নির্মাতা রায়হান রাফী জানান, "মুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, পরে জানানো হবে।”
আরো পড়ুন:
সংবাদমাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য
হাবিপ্রবিসাসের অফিসে ছাত্রদলের হামলা, বিচার দাবি চবিসাসের
২০১২ সালে রাজধানীতে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সেই হত্যা মামলা এখনও অমীমাংসিত।
ঢাকা/রাহাত