প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন ট্রাম্পের ছেলে
Published: 21st, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প জুনিয়র বলেন, প্রেসিডেন্ট পদে ‘একদিন লড়তেও পারেন’ তিনি। যদিও এর আগে হোয়াইট হাউসের জন্য লড়ার চিন্তাভাবনার কথা অস্বীকার করেছিলেন তিনি।
বুধবার কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ট্রাম্প জুনিয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন। অনুষ্ঠানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাবার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা তিনি ভাবছেন কি না। প্রথমে তিনি হেসে ওঠেন। এরপর ইঙ্গিত দেন, এমনটা হতেও পারে।
ট্রাম্পের বড় ছেলে বলেন, ‘এ ধরনের প্রশ্ন আমার জন্য একটি সম্মানের বিষয়। কিছু মানুষ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে, সেটিও একধরনের সম্মানের।’
ব্লুমবার্গের আয়োজনে কাতার ইকোনমিক ফোরামে এক প্যানেল আলোচনার সময় ট্রাম্প জুনিয়র এসব কথা বললে উপস্থিত দর্শকেরা হাততালি দেন। তিনি আরও বলেন, ‘কখন কী হয়, বলা যায় না।’
৪৭ বছর বয়সী ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহসভাপতি। তিনি তাঁর বাবার ডানপন্থী ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ রাজনৈতিক দর্শনের একজন জোরালো সমর্থক হিসেবে পরিচিত।
বামপন্থী সংবাদমাধ্যম মিডিয়েট গত মার্চে এক প্রতিবেদনে বলেছে, ট্রাম্প জুনিয়র ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তবে ওই সময় তিনি এমন দাবি অস্বীকার করেছিলেন। তবে এবার তিনি হোয়াইট হাউসের যাওয়ার লড়াইয়ের বিষয়টি নাকচ করেননি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ট্রাম্পের ছেলে বলেন, ‘আমি জানি না, হয়তো একদিন হতেও পারে। আপনারা বোঝেনই তো, যদি সেই ডাক আসে। আমি মনে করি, আমার বাবা সত্যিকার অর্থে রিপাবলিকান পার্টিকে বদলে দিয়েছেন। এখন এটা “আমেরিকা ফার্স্ট” পার্টি—আপনি যেভাবেই দেখুন না কেন।’
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন। এর পর থেকে ট্রাম্প অর্গানাইজেশন চালাচ্ছেন তাঁর দুই ছেলে—ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প।
ট্রাম্প এখন আর কোনো নির্বাহী পদে নেই। তবে তিনি একটি ট্রাস্টের মাধ্যমে পারিবারিক ব্যবসায় নিজের মালিকানা ধরে রেখেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১০ কোটি পেরিয়ে ‘চাঁদ মামা’
ইউটিউবে ১০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ‘বরবাদ’ সিনেমার গান ‘চাঁদ মামা’। প্রকাশের চার মাস পূর্ণ হওয়ার আগেই ইউটিউবে ১০০ মিলিয়ন পার করে এটি। গানটির কথা-সুরও প্রীতমের, তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। শাকিব খানের সঙ্গে গানটিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানকে।
১০০ মিলিয়ন ভিউ অতিক্রমের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করেছেন নুসরাত জাহান। ‘চাঁদ মামা’ গানের তালে তাঁর নাচের ভিডিও আপলোড দিয়েছেন ফেসবুকে। সেখানেই শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠেন গানের সঙ্গে। প্রকাশের প্রথম সাত দিনেই ইউটিউবে কোটি ভিউ পার করে গানটি। শুধু তাই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা কয়েক সপ্তাহ ছিল ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে।
‘চাঁদ মামা’ গানটি ৩ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির। দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয় গানটি; রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউবে গানটির ভিউ ৫ কোটি ৮৫ লাখের বেশি, আর প্রীতম হাসানের ইউটিউব থেকে ৪ কোটি ৫৮ লাখের বেশি ভিউ হয়েছে। দুই ইউটিউব চ্যানেলে গান নিয়ে মন্তব্য করা হয়েছে প্রায় ৩৩ হাজার। সহজ কথা আর আকর্ষণীয় সুরের কারণে গানটি পছন্দ করেছেন—মন্তব্যের ঘরে এমন কথা লিখেছেন অনেক দর্শক। তবে শাকিব খান আর নুসরাতের পারফরম্যান্সের প্রশংসাও এসেছে প্রচুর। গানটিতে শাকিবের লুক আর নাচ দুর্দান্ত, মন্তব্য করেছেন এক ভক্ত। আরেক ভক্ত আবার নুসরাত জাহানের আবেদনময়ী নাচের প্রশংসা করেছেন।