প্রথম আলো :

কেমন হয়েছে?


আজমেরী হক বাঁধন : এটা পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। গান আছে, রোমাঞ্চ আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে। আমার জন্য আলাদা; কারণ, কখনো পুলিশের চরিত্র করিনি। লিড চরিত্র। তা–ও একটা মেয়ের ওপর গল্প। সাধারণত আমাদের এখানে নারীকেন্দ্রিক সিনেমা এখন হয় না, ওই জায়গা থেকে আমার কাছে আলাদা লেগেছে। নারীকেন্দ্রিক গল্পের ছবি মুক্তি পাবে, মানুষও দেখবে। আমি আশা করি। প্রেক্ষাগৃহে এসে দর্শক আমার ছবিটিকে সাপোর্ট করবে, এটাও মনে করছি।

প্রথম আলো:

নতুন আর কিছু করছেন?

আজমেরী হক বাঁধন : আরেকটা ছবি করেছি, ‘মাস্টার’। বানিয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এ ছবিরও কাজ শেষ। আপাতত এই দুটি ছবি আছে। মাঝখানে আরও দুটি ছবির কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রযোজক আর আগ্রহ দেখাননি। তাই ছবিগুলো হয়নি। তা ছাড়া আমি যে ধরনের ছবি করতে চাই, সে রকম গল্প খুব বেশি পাওয়া যায়, তা–ও তো নয়। কোনো নির্মাতা-প্রযোজক যদি পছন্দসই গল্প নিয়ে আসেন, আমি অভিনয়ের জন্য প্রস্তুত।

আজমেরী হক বাঁধন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ